ফিরছে অ্যাফ্রো-এশিয়া কাপ, একই টিমে খেলবেন নাকি ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা?

এবার ফিরছে অ‌্যাফ্রো-এশিয়া কাপ। যা একটা সময় বেশ জনপ্রিয় ছিল। 

Subhankar Das | Published : Nov 6, 2024 3:43 PM IST

এবার ফিরছে অ‌্যাফ্রো-এশিয়া কাপ। যা একটা সময় বেশ জনপ্রিয় ছিল। যেখানে এশিয়া একাদশ আর আফ্রিকা একাদশের মধ‌্যে সীমিত ওভারের একাধিক ম‌্যাচ অনুষ্ঠিত হত। সেই টুর্নামেন্ট মূলত আয়োজন করত আফ্রিকা ক্রিকেট সংস্থা।

এর আগে ২০০৫ সালে, দক্ষিণ আফ্রিকায় দুবার অনুষ্ঠিত হয়েছে অ‌্যাফ্রো-এশিয়া কাপ। এরপর গত ২০০৭ সালে, ভারতে। পরে ২০০৯ সালে, এই প্রতিযোগিতার তৃতীয় সংস্করণটি হওয়ার কথা ছিল কেনিয়ায়। কিন্তু শেষপর্যন্ত, তা আর আয়োজন করা যায়নি। অর্থাৎ, প্রায় দুই দশক বাদে ফিরতে চলেছে অ‌্যাফ্রো-এশিয়া কাপ। আর যদি সব ঠিকঠাক চলে, তাহলে এবার ভারত এবং পাকিস্তানের ক্রিকেটারদের একসঙ্গে একই টিমে খেলতে দেখা যাবে।

Latest Videos

ঠিক যেমনটা দেখা গেছিল গত ২০০৫ সালে। সেইবার এশিয়া একাদশের নেতৃত্বে ছিলেন ইনজামাম-উল-হক। আর সেই টিমে ছিলেন রাহুল দ্রাবিড়, আশিস নেহরা, অনিল কুম্বলের মতো তারকারা। গত ২০০৭ সালে, এশিয়া একাদশের স্কোয়াডে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ‌্যায়, হরভজন সিং, জাহির খান, যুবরাজ সিং, মহম্মদ আসিফ, মহম্মদ ইউসুফ এবং শোয়েব আখতার।

আর তাই এবার যদি টুর্নামেন্ট হয়, তাহলে একই টিমে যশপ্রীত বুমরা এবং মহম্মদ রিজওয়ানকেও খেলতে দেখা যেতে পারে। তবে আদৌ এই টুর্নামেন্ট শুরু হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

একসময় বেশ জনপ্রিয় ছিল এই প্রতিযোগিতা। ফের আবার আসছে অ‌্যাফ্রো-এশিয়া কাপ। একসময় বেশ জনপ্রিয় ছিল এই ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে এশিয়া একাদশ বনাম আফ্রিকা একাদশের মধ‌্যে সীমিত ওভারের একাধিক ম‌্যাচগুলি খেলা হত। তখন সেই টুর্নামেন্ট মূলত আয়োজন করত আফ্রিকা ক্রিকেট সংস্থা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

রেখা পাত্রকে 'মাল' আখ্যা ফিরহাদের, গর্জে উঠে যা বললেন অগ্নিমিত্রা, দেখুন | Agnimitra on Firhad
কোচবিহারের সিতাইয়ে নির্বাচনী প্রচারে গিয়ে মমতাকে তুলোধোনা দিলীপের, দেখুন কী বললেন | Dilip Ghosh
'মিঠুনকে ভয় পেয়েছে TMC, এরা ক্ষমতায় থাকলে নারীরা নিরাপদ নয়' বিস্ফোরক রাহুল | Rahul Sinha BJP
ফোন চুরি যেতেই অ্যাকাউন্ট থেকে গায়েব ৫ লক্ষ টাকা, পুলিশকে জানিয়েও হয়নি সুরাহা
আজ ইঁদুর হয়ে গেছে! বিসর্জনের রাতে কি করেছিলে! পুলিশের জালে ৪ | Ranaghat News | Nadia News Today