ফিরছে অ্যাফ্রো-এশিয়া কাপ, একই টিমে খেলবেন নাকি ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা?

এবার ফিরছে অ‌্যাফ্রো-এশিয়া কাপ। যা একটা সময় বেশ জনপ্রিয় ছিল। 

এবার ফিরছে অ‌্যাফ্রো-এশিয়া কাপ। যা একটা সময় বেশ জনপ্রিয় ছিল। যেখানে এশিয়া একাদশ আর আফ্রিকা একাদশের মধ‌্যে সীমিত ওভারের একাধিক ম‌্যাচ অনুষ্ঠিত হত। সেই টুর্নামেন্ট মূলত আয়োজন করত আফ্রিকা ক্রিকেট সংস্থা।

এর আগে ২০০৫ সালে, দক্ষিণ আফ্রিকায় দুবার অনুষ্ঠিত হয়েছে অ‌্যাফ্রো-এশিয়া কাপ। এরপর গত ২০০৭ সালে, ভারতে। পরে ২০০৯ সালে, এই প্রতিযোগিতার তৃতীয় সংস্করণটি হওয়ার কথা ছিল কেনিয়ায়। কিন্তু শেষপর্যন্ত, তা আর আয়োজন করা যায়নি। অর্থাৎ, প্রায় দুই দশক বাদে ফিরতে চলেছে অ‌্যাফ্রো-এশিয়া কাপ। আর যদি সব ঠিকঠাক চলে, তাহলে এবার ভারত এবং পাকিস্তানের ক্রিকেটারদের একসঙ্গে একই টিমে খেলতে দেখা যাবে।

Latest Videos

ঠিক যেমনটা দেখা গেছিল গত ২০০৫ সালে। সেইবার এশিয়া একাদশের নেতৃত্বে ছিলেন ইনজামাম-উল-হক। আর সেই টিমে ছিলেন রাহুল দ্রাবিড়, আশিস নেহরা, অনিল কুম্বলের মতো তারকারা। গত ২০০৭ সালে, এশিয়া একাদশের স্কোয়াডে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ‌্যায়, হরভজন সিং, জাহির খান, যুবরাজ সিং, মহম্মদ আসিফ, মহম্মদ ইউসুফ এবং শোয়েব আখতার।

আর তাই এবার যদি টুর্নামেন্ট হয়, তাহলে একই টিমে যশপ্রীত বুমরা এবং মহম্মদ রিজওয়ানকেও খেলতে দেখা যেতে পারে। তবে আদৌ এই টুর্নামেন্ট শুরু হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

একসময় বেশ জনপ্রিয় ছিল এই প্রতিযোগিতা। ফের আবার আসছে অ‌্যাফ্রো-এশিয়া কাপ। একসময় বেশ জনপ্রিয় ছিল এই ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে এশিয়া একাদশ বনাম আফ্রিকা একাদশের মধ‌্যে সীমিত ওভারের একাধিক ম‌্যাচগুলি খেলা হত। তখন সেই টুর্নামেন্ট মূলত আয়োজন করত আফ্রিকা ক্রিকেট সংস্থা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News