Ranji Trophy: কর্ণাটকের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় বাংলা, দুরন্ত সেঞ্চুরি অনুষ্টুপের

মুখোমুখি বাংলা বনাম কর্ণাটক (Bengal vs Karnataka)। 

Subhankar Das | Published : Nov 6, 2024 2:21 PM IST

মুখোমুখি বাংলা বনাম কর্ণাটক (Bengal vs Karnataka)। রঞ্জি ট্রফি এলিট ২০২৪-২৫ (Ranji Trophy Elite 2024-25) প্যানেলের গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরুর এম.চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলা বনাম কর্ণাটক (Bengal vs Karnataka)। শুক্রবার থেকে শুরু হয়েছে সেই ম্যাচ।

এদিন টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় কর্ণাটক (Karnataka)। প্রাথমিকভাবে দেখে মনে হয় যে, তাদের সেই সিদ্ধান্ত সঠিক। কারণ, ওপেনার শুভম দে (Shuvam Dey) খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান। তবে আরেক ওপেনার সুদীপ চ্যাটার্জি (Sudip Chatterjee) হাল ধরেন। তাঁর সংগ্রহে ৫৫ রান।

Latest Videos

এরপর মিডল অর্ডারে সুদীপ ঘরামি (Sudip Gharami) সেইভাবে দায়িত্ব পালন করতে পারেননি। মাত্র ৫ রানে আউট হন তিনি। তবে অধিনায়ক অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar) দুর্দান্ত একটি ইনিংস উপহার দেন শতরান পান তিনি, সংগ্রহে ১০১ রান।

আপাতত প্রথম দিনের শেষে, বাংলার স্কোর ৫ উইকেট হারিয়ে ২৪৯ রান। অভিলীন ঘোষ (Avilin Ghosh) ফিরে গেছেন ২২ রান। ক্রিজে শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) ৫৪ রানে এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ৬ রানে অপরাজিত আছেন।

অন্যদিকে, কর্ণাটকের হয়ে ৩টি উইকেট নিয়েছেন বাসুকি কৌশিক (Vasuki Koushik)। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন অভিলাষ শেট্টি এবং শ্রেয়স গোপাল।

সবমিলিয়ে, কিছুটা সুবিধাজনক জায়গায় বাংলা। রঞ্জি ট্রফির এলিট ২০২৪-২৫ (Ranji Trophy Elite 2024-25) প্যানেলের গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে বেঙ্গালুরুর এম.চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেখানে মুখোমুখি হয়েছে বাংলা বনাম কর্ণাটক (Bengal vs Karnataka)। শুক্রবার থেকে শুরু হয়েছে এই ম্যাচ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

কি প্রতিক্রিয়া! নৈহাটিতে ভোটের আগের দিন CID'র তলব অর্জুন সিংহকে! | Arjun Singh News Today | BJP News
জাতীয় যোগা চ্যাম্পিয়ন! শান্তিপুরের পারমিতা সাহার দুর্দান্ত জয় | Nadia News Today
কোচবিহারের সিতাইয়ে নির্বাচনী প্রচারে গিয়ে মমতাকে তুলোধোনা দিলীপের, দেখুন কী বললেন | Dilip Ghosh
'মিঠুনকে ভয় পেয়েছে TMC, এরা ক্ষমতায় থাকলে নারীরা নিরাপদ নয়' বিস্ফোরক রাহুল | Rahul Sinha BJP
কালীপুজোর বিসর্জনে তুমুল অশান্তি! আতঙ্কে গোটা পরিবার! | Hooghly News Today