Virat Kohli: ১২১৪ দিন, ২০১৯-এর পর ২০২২, অবশেষে ওডিআই-এ ফের শতরানে ফিরলেন বিরাট

Published : Dec 10, 2022, 04:07 PM IST
Bangla_Virat_Kohli

সংক্ষিপ্ত

ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির ফর্ম নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অসামান্য পারফরম্যান্স করেছিলেন তিনি। ভক্তরা অপেক্ষায় ছিল ওডিআই-এ তাঁর ফর্মে ফেরার। 

২০১৯-এর পর ২০২২- মানে ১২১৪ দিন পর ফের শতরানের মুখ দেখলেন বিরাট কোহলি। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে এদিন শতরানের সঙ্গে সঙ্গে আরও এক নজির গড়েছেন তিনি। আর সেটি হল এই শতরানের সঙ্গে সঙ্গে ওডিআই-এ ৪৪ তম শতরান করে ফেললেন কোহলি। ৫০ ওভারের ক্রিকেট ফরম্যাটে এখন সরবেচেয়ে বেশি সংখ্যক শতরানের রেকর্ডধারী শচিন তেন্ডুলকর। তাঁর সংগ্রহে রয়েছে ৪৯টি শতরান।

এদিন চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিরাট ও ঈশান কিষাণ দ্বিতীয় উইকেটের পার্টনারশিপে ২৯০ রান করেন। যা আন্তর্জাতিক ক্রিকেটে একটা অন্যতম নজির।

 

PREV
click me!

Recommended Stories

IND U19 vs UAE U19: বিধ্বংসী ব্যাটিং তরুণ বৈভবের! সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরি
IPL Most Expensive Player: ধোনি থেকে ঋষভ পন্থ! এখনও পর্যন্ত, আইপিএল-এর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার কারা?