মেলবোর্নে সেঞ্চুরি করতেই 'বাহুবলী' স্টাইলে সেলিব্রেশন নীতিশের! কিন্তু কেন? কারণ, জানালেন নিজেই

Published : Dec 29, 2024, 03:39 PM IST
Nitish Kumar Reddy

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়ার মাটিতে যেন নতুনভাবে জ্বলে উঠলেন তরুণ ব্যাটার নীতিশ কুমার রেড্ডি। 

অজিদের বিরুদ্ধে শতরান করে এক বিশেষ কায়দায় সেলিব্রেশন করতে দেখা গেছে নীতিশকে। কিন্তু ঠিক ওই কায়দাতেই কেন তিনি উল্লাস করেছেন, তার কারণও ব্যাখ্যা করেছেন নীতিশ।

স্কট বোলান্ডের বলকে মিড অনের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দেওয়ার পরেই দেখা যায় যে, মাঠে হাঁটু মুড়ে বসে পড়েছেন নীতিশ। তারপর নিজের হাতের ব্যাটটি সামনে মাটিতে রেখে লম্বালম্বি করে ধরেন তিনি। এরপর ব্যাটের উপর রাখেন নিজের হেলমেটটিকে।

তারপর ডান হাত দিয়ে ব্যাটটি ধরে বাঁ-হাত আকাশের দিকে তোলেন নীতিশ এবং চোখ বন্ধ করেন। বলিউডের ‘বাহুবলী’ছবিতে অনেকটা এইভাবেই বসতে দেখা গেছিল নায়ককে। সেই কারণেই, সোশ্যাল মিডিয়াতে নীতিশের এই সেলিব্রেশনকে অনেকেই বাহুবলীর সঙ্গে তুলনা করতে শুরু করে দিয়েছেন।

পরে অবশ্য নীতিশ জানান, তিনি ভারতের জাতীয় পতাকাকে সেলাম করছিলেন। ভারতীয় ব্যাটারের কথায়, “শতরান করার পর আমি ব্যাটটি মাটিতে পোঁতার মতো করে ধরেছিলাম। তার উপর নিজের হেলমেট রেখেছিলাম। অর্থাৎ, ওটা জাতীয় পতাকা। তারপর দেশের পতাকাকে সেলাম করেছি। দেশের হয়ে খেলার থেকে বড় কৃতিত্ব আর কিছু নেই। তাই ওইভাবে সেলিব্রেট করেছি। এই শতরান আমার সারাজীবন মনে থাকবে।”

নীতিশের খেলা দেখতে গ্যালারিতে হাজির ছিলেন তাঁর বাবা মুতিয়ালা রেড্ডি। পুত্রকে ক্রিকেটার তৈরি করার জন্য অনেক ত্যাগ করেছেন তিনি। নিজের সরকারি চাকরি ছেড়ে দেন একটা সময়। সারাক্ষণ ছেলের সঙ্গে থেকেছেন। তাই নীতিশের শতরানের পর নিজের আবেগকে আর ধরে রাখতে পারেননি তিনি। বাবার কান্না দেখেছেন নীতিশও। তিনি বলেন, “আমি দেখছিলাম বাবা কাঁদছে। আমি সবসবময় বাবাকে গর্বিত করার স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন সত্যি হল।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: দলে রদবদল হচ্ছে, নিলামে কাদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর?
IPL Brand Value: সানরাইজার্স এবং আরসিবির ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে বড় পরিবর্তন, কোথায় দাঁড়িয়ে দুই দল?