নাথান লিয়ন-স্কট বোল্যান্ডের প্রতিরোধ, মেলবোর্নে চতুর্থ দিনের শেষে হতাশ ভারত

Published : Dec 29, 2024, 12:43 PM ISTUpdated : Dec 29, 2024, 12:56 PM IST
Mohammed Siraj

সংক্ষিপ্ত

রবিবার মেলবোর্ন টেস্ট ম্যাচের চতুর্থ দিন অসাধারণ বোলিং করলেন ভারতের পেসার জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার হয়ে ভালো ব্যাটিং করলেন মার্নাস লাবুশেন।

রবিবার মেলবোর্ন টেস্ট ম্যাচের চতুর্থ দিনের শেষে চাপে ভারতীয় দল। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৯ উইকেটে ২২৮। ভারতের চেয়ে ৩৩৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। ১৭৩ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নবম উইকেটের পতন হয়। ফলে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছিল ভারতীয় শিবির। কিন্তু সেই সময় লড়াই শুরু করেন নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড। এই জুটি রান করার পাশাপাশি অনেক বলও খেলল। ভারতের বোলারদের হতোদ্যম করে দেওয়ার পক্ষে এই জুটির লড়াই যথেষ্ট ছিল। একইসঙ্গে অস্ট্রেলিয়ার লিড ৩০০ পেরিয়ে গেল। ফলে মানসিকভাবে এগিয়ে থাকল অস্ট্রেলিয়া। দিনের শেষে ৪১ রান করে অপরাজিত লিয়ন। ১০ রান করে অপরাজিত বোল্যান্ড।

বুমরা-সিরাজের দুর্দান্ত বোলিং

রবিবার মেলবোর্নে নিজেদের জাত চেনালেন ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ। ভালো বোলিং করলেও, উইকেট পেলেন না অপর পেসার আকাশ দীপ। অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাডেজা উইকেট পেলেন। অস্ট্রেলিয়ার হয়ে লিয়ন-বোল্যান্ডের পাশাপাশি লড়াই করলেন মার্নাস লাবুশেন ও অধিনায়ক প্যাট কামিন্স। এই জুটিই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ভরাডুবির হাত থেকে বাঁচাল। ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ৮০ থেকে ৯১ রানের মধ্যে আউট হয়ে যান স্টিভ স্মিথ (১৩), ট্রেভিস হেড (১), মিচেল মার্শ (০) ও অ্যালেক্স কেরি (২)। এই পরিস্থিতিতে লড়াই করেন লাবুশেন ও কামিন্স। ১৩৯ বলে ৭০ রান করেন লাবুশেন। ৯০ বলে ৪১ রান করেন কামিন্স। তাঁদের জুটিতে যোগ হয় ৫৭ রান। এই রান না হলে অনেক আগেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায়। বুমরা ৫৬ রান দিয়ে ৪ উইকেট নিলেন। ৬৬ রান দিয়ে ৩ উইকেট নিলে সিরাজ। ৩৩ রান দিয়ে ১ উইকেট নিলেন জাডেজা।

মেলবোর্নেও জয় অধরা থাকবে ভারতের?

অস্ট্রেলিয়া এখনও দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেনি। পঞ্চম দিন জয়ের চেষ্টা করবেন কামিন্সরা। ভারতীয় দলের পক্ষে একদিনে ৩৫০-এর কাছাকাছি রান তুলে ম্যাচ জেতা কঠিন। ড্র করাই রোহিত শর্মাদের প্রাথমিক লক্ষ্য থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দ্বিতীয় ইনিংসে স্যাম কনস্টাসের খেল খতম, বদলা নিয়ে উল্লসিত জসপ্রীত বুমরা, ভাইরাল ভিডিও

মেলবোর্নে জয় অধরা থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারবে ভারত?

মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ১০৫ রানে পিছিয়ে ভারত, দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টায় বুমরা

PREV
click me!

Recommended Stories

Ranji Trophy 2026: যেমন ব্যাটিং, তেমন বোলিং! রঞ্জিতে সার্ভিসেসকে একটি ইনিংস এবং ৪৬ রানে হারাল বাংলা
টি-২০ বিশ্বকাপ ২০২৬: নাম প্রত্যাহার করলে ফল ভুগতে হবে, পাকিস্তানকে হুঁশিয়ারি আইসিসি-র