তামিম ইকবালের পরিবর্তে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল-হাসান

Published : Aug 11, 2023, 02:57 PM ISTUpdated : Aug 23, 2023, 12:27 PM IST
Shakib Al Hasan

সংক্ষিপ্ত

তারুণ্যের বদলে অভিজ্ঞতার উপরেই ভরসা রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল শাকিব আল-হাসানকে।

তামিম ইকবাল সরে যাওয়ার পর ওডিআই ফর্ম্যাটে বাংলাদেশের নেতৃত্বে কে থাকবেন, সেটা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। শাকিব আল-হাসানের সঙ্গে অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন লিটন দাস। তবে শেষপর্যন্ত অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল শাকিবকেই। শুক্রবার এই ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, ‘আমরা শাকিবকে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছি। আগামীকাল বিশ্বকাপ, এশিয়া কাপের দল ঘোষণা করা হবে। ১৭ জনের দল বেছে নেবেন নির্বাচকরা।’ শাকিবকে অধিনায়ক করা হলেও, সহ-অধিনায়ক হিসেবে কাকে বেছে নেওয়া হবে, সেটা এখনও জানা যায়নি। লিটনের পাশাপাশি মেহিদি হাসান মিরাজও সহ-অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন।

বাংলাদেশের অধিনায়ক হিসেবে ওডিআই ফর্ম্যাটে ৫০টি ম্যাচ খেলেছেন শাকিব। ২০০৯ সালে তিনি প্রথমবার ওডিআই ফর্ম্যাটে বাংলাদেশের অধিনায়ক হন। ২০১১ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন শাকিব। এরপর থেকে তিনি আর স্থায়ীভাবে এই ফর্ম্যাটে বাংলাদেশের অধিনায়ক হননি। এবারও স্থায়ীভাবে অধিনায়ক হচ্ছেন না এই অলরাউন্ডার। আপাতত ২টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য তাঁর উপর নেতৃত্বের ভার দেওয়া হচ্ছে। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ কেমন পারফরম্যান্স দেখায়, তার উপরেই ওডিআই ফর্ম্যাটে বাংলাদেশের অধিনায়ক হিসেবে শাকিবের ভবিষ্যৎ নির্ভর করছে।

কয়েকদিন আগেই তামিম জানিয়ে দিয়েছেন, তিনি আর অধিনায়কত্ব করবেন না। ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে এশিয়া কাপেও খেলবেন না। তবে ওডিআই বিশ্বকাপে খেলতে পারেন। সেই কারণেই ওডিআই ফর্ম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক বেছে নেওয়ার প্রয়োজন হয়। বাংলাদেশের টেস্ট, টি-২০ দলের অধিনায়ক শাকিব ওডিআই ফর্ম্যাটেও দায়িত্ব নিতে রাজি হবেন কি না, সেটা নিয়ে প্রশ্ন ছিল। শাকিব রাজি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর কোনও সমস্যা রইল না।

তামিম প্রথমবার অধিনায়কত্ব ছাড়ার কথা বলার পাশাপাশি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথাও জানিয়ে দেন। সেই সময় হস্তক্ষেপ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তামিম ও পাপনকে নিয়ে বৈঠক করেন। কিন্তু এবার আর হস্তক্ষেপ করেননি হাসিনা। 

তামিম বলেছেন, 'জোর করে খেলার চেষ্টা করলে হয়তো এশিয়া কাপে খেলতে পারতাম। কিন্তু সেটা কেউই চাইছে না। সেই কারণেই না খেলার সিদ্ধান্ত নিয়েছি।' এই ক্রিকেটার এখন রিহ্যাবে আছেন। পুরোপুরি ফিট হয়ে উঠতে কিছুদিন লাগবে। সেই কারণেই তাঁকে এশিয়া কাপের দলে রাখা হচ্ছে না।

আরও পড়ুন-

টি-২০ বিশ্বকাপে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলি? মুখ খুললেন 'হিটম্যান'

ওডিআই বিশ্বকাপে ৪ নম্বরে ব্যাটিংয়ের জন্য সূর্যকুমারের উপর ভরসা রাখছেন ধাওয়ান

Harleen Deol : আগামী মাসে এশিয়ান গেমস, বিরাট কোহলির অনুকরণে জিমে কসরত হারলিন দেওলের

PREV
click me!

Recommended Stories

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং: রোহিত শর্মার সঙ্গে দূরত্ব কমিয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি
India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার