India-England Test: খেল দেখালেন আকাশদীপ! ১০ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিলেন বাংলার এই পেসার

Published : Jul 06, 2025, 11:25 PM ISTUpdated : Jul 07, 2025, 12:30 AM IST
Akash Deep had a memorable outing (Photo- ANI)

সংক্ষিপ্ত

India-England Test: ২২ গজে যেন জ্বলে উঠলেন তিনি। দুরন্ত আকাশদীপ, ইংল্যান্ডের মাটিতে প্রমাণ করলেন নিজেকে।  

India-England Test:  বাংলার এই পেসার ইংল্যান্ডের মাটিতে খেলতে গিয়ে ধোঁকা খেয়েছিলেন। ভেবেছিলেন, ইংল্যান্ডের মাঠে সবুজ উইকেটই দেখতে পাবেন তিনি। কিন্তু তার পরিবর্তে তিনি পেলেন পাটা এবং নিষ্প্রাণ উইকেট। 

সেই উইকেটেই ব্রিটিশ ব্যাটারদের ধোঁকা খাইয়ে দিলেন বাংলার এই পেসার

হেডিংলেতে দলে সুযোগ পাননি। কিন্তু এজবাস্টনে সুযোগ পেয়েই দুটি ইনিংস মিলয়ে মোট ১০টি উইকেট নিয়েছেন আকাশদীপ। এমনকি, তিনি নতুন বলেও উইকেট পেয়েছেন। সঙ্গে আবার পুরনো বলেও ব্যাটারদের বেজায় সমস্যায় ফেলেছেন তিনি। 

এজবাস্টনে জয়ের কৃতিত্ব শুভমন গিলের থেকে কোনও অংশে কম নয় আকাশদীপের। অনেকে তো এও বলছেন, তিনি না থাকলে ভারত ২০ উইকেট নিতে পারত কি না, তাও সন্দেহ আছে। পাশাপাশি আকাশদীপ বুঝিয়ে দিয়েছেন, লাল বলের ক্রিকেটে লম্বা রেসের ঘোড়া এসে গেছে।

 

 

এতদিন পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে একই টেস্টের দুটি ইনিংস মিলিয়ে চারটি বা তার বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে ভারতের চারজন বোলারের দখলে। তারা হলেন চেতন শর্মা, জাহির খান, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ। এবার সেই তালিকায় নাম লেখালেন আকাশদীপ। এই পাঁচ জনের মধ্যে সিরাজকে বাদ দিলে বাকি চারজনই এই নজির গড়েছেন এজবাস্টনের পিচে। 

ভারতীয় জার্সিতে আকাশদীপের ক্যারিয়ার মাত্র একবছর পাঁচ মাসের। প্রথম পাঁচটি টেস্ট তিনি খেলেছিলেন দেশের মাটিতে এবং নিয়েছিলেন ১০টি উইকেট। নিউজ়িল্যান্ড টেস্ট বাদ দিয়ে বাকি সবগুলিতে উইকেট পেয়েছিলেন তিনি। প্রথম বিদেশ সফরটি করেন গত বছরের শেষে অস্ট্রেলিয়াতে। সেখানে দুটি টেস্টে খেলেন। সেই ম্যাচে পাঁচ উইকেট নিলেও প্রচুর রান দিয়ে ফেলেছিলেন। 

ইংল্যান্ডের মাটিতে নিজেকে প্রমাণ করলেন

আর অ্যাওয়ে সিরিজের সেই প্রথম টেস্ট ম্যাচটি খেলতে নেমেই নিলেন ১০টি উইকেট। প্রসঙ্গত, শেষবার ১৯৮৬ সালে, এই মাঠেই চেতন শর্মা ১০টি উইকেট নিয়েছিলেন। তার ঠিক ৩৯ বছর পর, সেই একই কীর্তি গড়লেন বাংলার আকাশদীপ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম