England vs India: শেষ ২ সেশনে দরকার ৪ উইকেট, এজবাস্টন টেস্ট জয়ের পথে ভারত

Published : Jul 06, 2025, 07:26 PM ISTUpdated : Jul 06, 2025, 09:09 PM IST
Akash Deep. (Photo- @BCCI X)

সংক্ষিপ্ত

Edgbaston Test Match: বৃষ্টিও বোধহয় ইংল্যান্ডকে (England vs India) বাঁচাতে পারবে না। বিশাল অঘটন না ঘটলে এজবাস্টন টেস্ট ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে চলেছে ভারতীয় দল। এই ম্যাচে আর দুই সেশনের খেলা বাকি।

England vs India Test Match: বৃষ্টিবিঘ্নিত পঞ্চম দিন কি ইংল্যান্ডকে (England vs India) অলআউট করে এজবাস্টন টেস্ট ম্যাচ (Edgbaston Test Match) জিততে পারবে ভারতীয় দল? সেই আশা বাড়ছে। বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকলেও, ইংল্যান্ডের কোনও লাভ হল না। বেন স্টোকসদের (Ben Stokes) কোণঠাসা করে দিয়েছেন আকাশ দীপরা (Akash Deep)। এদিন সকাল থেকেই বার্মিংহ্যামে (Birmingham) বৃষ্টি হচ্ছিল। ফলে অনেক দেরিতে শুরু হয় খেলা। তবে খেলা শুরু হতেই উইকেট নেন আকাশ দীপ। এরপর ওয়াশিংটন সুন্দরও (Washington Sundar) উইকেট নেন। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৫৩। জয়ের জন্য এখনও দরকার ৪৫৫ রান। ফলে ইংল্যান্ডের জয় পাওয়ার কোনও সম্ভাবনা নেই। ভারতীয় দল বাকি দুই সেশনে চার উইকেট নিতে পারলেই জয় পাবে। আর খেলায় বিঘ্ন না ঘটলে অন্তত ৫৫ ওভার খেলা হবে। ফলে জয় পেতেই পারে ভারতীয় দল।

পরপর উইকেট হারাল ইংল্যান্ড

চতুর্থ দিনের খেলার শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ৭২। ক্রিজে ছিলেন অলি পোপ (Ollie Pope) ও হ্যারি ব্রুক (Harry Brook)। রবিবার বৃষ্টি থামার পর খেলা শুরু হতেই পোপকে বোল্ড করে দেন আকাশ দীপ। ২৪ রান করে ফিরে যান পোপ। ৮০ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর স্কোরবোর্ডে তিন রান যোগ হতেই ফিরে যান ব্রুক। তিনি ২৩ রান করে আকাশ দীপের বলে এলবিডব্লু হয়ে যান। ক্রিজে জমে গিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস। তিনি ৭৩ বল খেলে ৩৩ রান করেন। তাঁকে এলবিডব্লু করে দেন ওয়াশিংটন।

ভারতের পথের কাঁটা জেমি স্মিথ

প্রথম ইনিংসে ১৮৪ রান করে অপরাজিত ছিলেন জেমি স্মিথ (Jamie Smith)। দ্বিতীয় ইনিংসেও ভালো ব্যাটিং করছেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার। তিনি ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন। ম্যাচ জিততে হলে দ্রুত স্মিথের উইকেট চাই ভারতের। তাহলেই বাকি উইকেটগুলি নেওয়া সহজ হয়ে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম