Shivalik Sharma: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেফতার হতে পারেন রোহিত শর্মার সতীর্থ

Published : May 03, 2025, 05:56 PM IST

Shivalik Sharma: বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখানোর সুবাদে গত বছরের আইপিএল-এ (IPL 2024) মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) দলেও ছিলেন। কিন্তু এখন ধর্ষণের অভিযোগে গ্রেফতার হতে পারেন শিবালিক শর্মা।

PREV
110
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেফতার হতে পারেন মুম্বই ইন্ডিয়ানসের প্রাক্তন অলরাউন্ডার

গতবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানস দলে থাকা অলরাউন্ডার শিবালিক শর্মার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। গ্রেফতার হতে পারেন এই ক্রিকেটার।

210
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণের সমতুল্য, এই কারণেই গ্রেফতার হতে পারেন শিবালিক শর্মা

যে তরুণী শিবালিক শর্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তাঁর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর বিয়ে করতে অস্বীকার করেন এই ক্রিকেটার।

310
ধর্ষণের অভিযোগে শিবালিক শর্মাকে গ্রেফতার করতে পারে রাজস্থানের যোধপুরের পুলিশ

রাজস্থানের যোধপুরের কুডি ভগৎসুনি হাউজিং বোর্ড অঞ্চলে শিবালিক শর্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।

410
অভিযোগকারী তরুণীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন

এই তরুণীর অভিযোগ, শিবালিক শর্মা তাঁর বাড়িতে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

510
ধর্ষণের অভিযোগে ক্রিকেটার শিবালিক শর্মাকে খুঁজছে রাজস্থানের যোধপুরের পুলিশ

রাজস্থানের যোধপুরের পুলিশ জানিয়েছে, ধর্ষণে অভিযুক্ত শিবালিক শর্মার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ক্রিকেটারকে যে কোনও মুহূর্তে গ্রেফতার করা হতে পারে।

610
বরোদা ও মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেললেও, এখন ক্রিকেট থেকে অনেক দূরে শিবালিক শর্মা

ঘরোয়া ক্রিকেটে বরোদার হয়ে খেলার পর আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসে সুযোগ পান শিবালিক শর্মা। তবে তিনি এখন ক্রিকেট মাঠ থেকে অনেক দূরে।

710
শিবালিক শর্মার আগে আইপিএল-এ খেলা আরও এক ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

শিবালিক শর্মাই প্রথম নন, আইপিএল-এ কোনও ফ্র্যাঞ্চাইজিতে থাকা অন্য এক ক্রিকেটারের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ উঠেছে।

810
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন নেপালের ক্রিকেটার সন্দীপর ল্যামিছানে

আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা নেপালের ক্রিকেটার সন্দীপ ল্যামিছানের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তাঁকে গ্রেফতার করা হয়।

910
নেপালের জাতীয় দলের অধিনায়ক সন্দীপ ল্যামিছানের বিরুদ্ধ মারাত্মক অভিযোগ

সন্দীপ ল্যামিছানের বিরুদ্ধে হোটেলের ঘরে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে।

1010
নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ খেলার সুযোগ পান সন্দীপ ল্যামিছানে

আইপিএল ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন সন্দীপ ল্যামিছানে। তবে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ায় তাঁর সুনাম নষ্ট হয়।

click me!

Recommended Stories