রোহিত এখনও অবধি মোট ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং সংগ্রহে ৪৩০১ রান।
610
একদিনের ক্রিকেটে মাঠে নেমেছেন ২৭৩টি ম্যাচে
তাঁর ঝুলিতে ১১,১৬৮ রান। অন্যদিকে, ১৫৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে সংগ্রহে ৪২৩১ রান। এছাড়া ঘরোয়া এবং টি-২০ ক্রিকেট লিগ মিলিয়ে মোট ৪৫৭টি ম্যাচ খেলেছেন রোহিত। সেখানে রান পেয়েছেন ১২,০৭০। প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠে নেমেছেন মোট ৩৪৪টি ম্যাচে এবং ঝুলিতে ১৩,৪১০ রান (Rohit Sharma Birthday)।
710
এ তো গেল পরিসংখ্যান
কিন্তু রোহিত শর্মার জন্মদিনে আজ কথা বলব তাঁর একটি অজানা দিক নিয়ে। তা হল পছন্দের খাবার। সাধারণত, ডায়েটের জন্য একাধিক খাবারকে ক্রিকেটাররা বর্জন করে থাকেন। তবে কখনও সুযোগ পেলে কিন্তু ছাড়েন না।
810
আর এমনই তিনটি খাবার কাছে, যেগুলি রোহিত খেতে ভীষণ পছন্দ করেন।
সেই তালিকায় প্রথমেই আছে পাওভাজি। এই মেনুটি রোহিতের খুবই পছন্দের একটি ডিশ (Rohit Sharma latest news)।
910
তারপরেই তাঁর আরেকটি পছন্দের খাবার হল ভেলপুরি
এটিও খেতে বেশ ভালোবাসেন তিনি।
1010
আর সবশেষে সেই তালিকায় আছে পানিপুরি
এই তিনটি খাবার খেতে খুবই পছন্দ করেন ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মা (Rohit Sharma)।