
Polerhat Rape Case : মায়ের অনুপস্থিতিতে মানসিক ভারসাম্যহীন মেয়েকে ধর্ষণ, প্রতিবেশী যুবক ধৃত
South 24 Parganas : পোলেরহাট থানার(Polerhat) কুলবেড়িয়ায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে যৌন নির্যাতনের(Rape Case) অভিযোগে প্রতিবেশী যুবক মনিরুল মোল্লা গ্রেফতার। রবিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই যুবক জঘন্য অপরাধ ঘটায় বলে অভিযোগ।
South 24 Parganas : পোলেরহাট থানার(Polerhat) কুলবেড়িয়ায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে যৌন নির্যাতনের(Rape Case) অভিযোগে প্রতিবেশী যুবক মনিরুল মোল্লা গ্রেফতার। রবিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই যুবক জঘন্য অপরাধ ঘটায় বলে অভিযোগ। মায়ের অনুপস্থিতিতে ঘটে এই ঘটনা, ফিরে আসতেই মেয়ের কান্নাকাটি ও অভিযোগ। এক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং তদন্ত শুরু হয়েছে।