Headingley Test: বৃষ্টিতে ভেস্তে যাবে হেডিংলি টেস্ট ম্যাচ? আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

Published : Jun 19, 2025, 09:33 PM ISTUpdated : Jun 19, 2025, 09:51 PM IST
hedingle leeds cricket ground

সংক্ষিপ্ত

Anderson-Tendulkar Trophy: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে লিডসের আবহাওয়া নিয়ে চিন্তায় দুই শিবির। ইংল্যান্ডের আবহাওয়া সবসময়ই খামখেয়ালি। যে কোনও সময় বৃষ্টি হতে পারে, আবার রোদ উঠতে পারে। ফলে আবহাওয়া নিয়ে চিন্তা রয়েছে।

England vs India Headingley Test: লিডসের (Leeds) হেডিংলিতে (Headingley) ভারত-ইংল্যান্ড (England vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে পাঁচ দিনই কি বৃষ্টি হবে? আবহাওয়ার পূর্বাভাস (Weather Forecast) এমনই আশঙ্কার কথা জানিয়েছে। ইংল্যান্ডের আবহাওয়া অবশ্য যে কোনও সময় বদলে যেতে পারে। তবে আপাতত আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখছে দুই শিবির। শুক্রবার ম্যাচের প্রথম দিন অবশ্য বৃষ্টি হওয়ার আশঙ্কা কম। সকালে আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টির পূর্বাভাস মাত্র চার শতাংশ। তাপমাত্রা বেশি থাকতে পারে। দুপুরেও আবহাওয়া একইরকম থাকতে পারে। বিকেলের দিকে মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে। ফলে বোলাররা সুবিধা পেতে পারেন। যে দল প্রথমে ব্যাটিং করবে, তারা সুবিধা পেতে পারে। ফলে টস গুরুত্বপূর্ণ হতে পারে।

বাকি দিনগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে?

শনিবার হেডিংলি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টির পূর্বাভাস ৬৬ শতাংশ। দুপুর থেকে একাধিকবার বৃষ্টির ফলে খেলায় বিঘ্ন ঘটতে পারে। রবিবার তৃতীয় দিন বৃষ্টির পূর্বাভাস ৬১ শতাংশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সোমবার ম্যাচের চতুর্থ দিন বৃষ্টির পূর্বাভাস ২৫ শতাংশ। ফলে ভালোভাবেই খেলা হবে বলে আশা করা যায়। মঙ্গলবার ম্যাচের পঞ্চম তথা শেষ দিন বৃষ্টির পূর্বাভাস ৬৪ শতাংশ। সেদিন একাধিকবার বৃষ্টি হতে পারে। ফলে খেলায় বিঘ্ন ঘটতে পারে।

হেডিংলির পিচ কেমন আচরণ করতে পারে?

হেডিংলিতে টেস্ট ম্যাচে বরাবরই ভালো পারফরম্যান্স দেখায় ইংল্যান্ড দল। বিদেশি ক্রিকেটাররা এই মাঠে সমস্যায় পড়েন। এখানকার পিচ থেকে সাহায্য পান পেসাররা। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলা হয় ডিউক বলে। এই বলে সিম মুভমেন্ট পান পেসাররা। এবার ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন বৃষ্টি হলে পেসারদের মুখের হাসি চওড়া হয়ে উঠতে পারে। ভারতীয় দলে বিশ্বের সেরা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) আছেন। ফলে পিচ থেকে সাহায্য পেতে পারে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড