Shubman Gill: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শুবমানকে কী পরামর্শ রোহিত-বিরাটের?

Published : Jun 19, 2025, 07:54 PM ISTUpdated : Jun 19, 2025, 08:18 PM IST
shubman gill test

সংক্ষিপ্ত

England vs India Test Series: শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন শুবমান গিল (Shubman Gill)। তিনি ব্যাটার ও অধিনায়ক হিসেবে এই সিরিজে ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় ক্রিকেট মহল।

Indian Test Captain Shubman Gill: টেস্ট ক্রিকেটে (Test Cricket) ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর দুই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে কথা বলেছেন শুবমান গিল (Shubman Gill)। আইপিএল-এর (IPL 2025) সময় মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) তারকা ব্যাটার রোহিত এবং এবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) তারকা ব্যাটার বিরাটের সঙ্গে গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক শুবমানের দেখা হয়। আইপিএল-এ তাঁরা প্রতিদ্বন্দ্বী হলেও, জাতীয় দলের জন্য ঐক্যবদ্ধ। সেই কারণেই শুবমানকে ইংল্যান্ড সফরের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন বিরাট ও কোহলি। তাঁদের পরামর্শ নিয়েই শুক্রবার হেডিংলিতে (Headingley) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছেন শুবমান।

শুবমানকে কী বলেছেন রোহিত-বিরাট?

হেডিংলি টেস্ট ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে শুবমান বলেছেন, ‘হ্যাঁ, আইপিএল-এর সময় ওদের সঙ্গে আমার দেখা হয়েছে। ওরা ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতার কথা আমাকে বলেছে। আমরা কী ধরনের কঠিন পরিস্থিতিতে পড়তে পারি, সে বিষয়েও বলেছে ওরা। তবে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ খেলেছিলাম আমরা, তা আমার খেলা অন্যতম সেরা। সেই সিরিজে আমাদের দলের সব সেরা খেলোয়াড় ছিলেন না। আমরা সেই সিরিজে যেভাবে খেলেছিলাম, এই সিরিজেও ঠিক সেভাবেই খেলব। সেই সিরিজের ফল ছিল ৪-১। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা কত কঠিন ছিল, তা এই ফলের মাধ্যমে বোঝা যাবে না। আমরা যদি সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারি, তাহলে তা গুরুত্বপূর্ণ হবে।’

ভারতের অধিনায়ক হতে পেরে সম্মানিত শুবমান

টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক নির্বাচিত হওয়া প্রসঙ্গে শুবমান বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই আমি সম্মানিত বোধ করছি। আমার মনে হয়, একজন খেলোয়াড়ের কাছে এটাই সবচেয়ে বড় সম্মান। দেশের অধিনায়কত্ব করা, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। খুব বেশি জন এই সুযোগ পায় না। আমি এই সুযোগ পাওয়ায় উত্তেজিত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত