
Andre Russell Retirement: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে বিদায় নিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। জীবনের শেষে আন্তর্জাতিক টি-২০ ম্যাচেও নিজেকে প্রমাণ করলেন তিনি। কার্যত, ছাপ রেখে গিলেন ২২ গজে।
প্রসঙ্গত, তিনি আগেই জানিয়েছিলেন যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচটিই তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে। এবার সেই ম্যাচেও ব্যাটে ঝড় তুললেন রাসেল। মাত্র ১৫ বলে করলেন ৩৬ রান।
নাইটদের এই বিধ্বংসী ক্রিকেটার যখন ব্যাট করতে নামেন, তখন ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো বেকায়দায় ক্যারিবিয়ানরা। অ্যাডাম জ়াম্পার প্রথম বলে এক রান নেন রাসেল। এরপর ম্যাচের ১৫ তম ওভারেই শুরু রাসেল ঝড়। বেন ডোয়ারশুইসকে তিনটি ছয় মারেন এবং পরের ওভারে জ়াম্পাকে একটি ছয় ও একটি চার মারেন রাসেল। তবে তিনি প্যাভিলিয়নে ফিরে যান খেলার ১৭তম ওভারে।
নেথান এলিসের বলে তুলে চালাতে গেছিলেন। তবে টাইমিং সঠিক না হওয়ায়, বাউন্ডারি লাইনে ক্যাচ নেন জশ ইংলিস।
ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে মোট ৮৬টি টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন রাসেল। সংগ্রহে মোট ১১২২ রান এবং ঝুলিতে রয়েছে ৬১টি উইকেট। ক্যারিয়ারের শেষ ম্যাচে অবশ্য উইকেট পাননি। মাত্র এক ওভারই বল করেন তিনি এবং ১৬ রান দেন। এদিন রাসেল ব্যাট করতে নামার আগে দুই দলের ক্রিকেটারেরা তাঁকে ‘গার্ড অফ অনার’ দেন। গোটা স্টেডিয়াম জুড়ে চলতে থাকে হাততালি।
অন্যদিকে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের তরফ থেকে রাসেলের হাতে একটি মেমেন্টো তুলে দেওয়া হয়। ম্যাচের বিরতির সময় রাসেল বলেন, “শেষবার ব্যাট করতে নামার সময়, আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু আজকেও নিজের কাজটা করেছি। ইতিবাচক মানসিকতা নিয়েই ব্যাট করতে নেমেছিলাম। আসলে এখনও ছয় মারতে ভালো লাগে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।