এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। আসন্ন ওডিআই বিশ্বকাপেও শাকিব আল-হাসান, তাসকিন আহমেদদের খুব একটা আশা দেখা যাচ্ছে না।
শনিবার এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরে গেল বাংলাদেশ। এর আগে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। শনিবারও হেরে যাওয়ায় ১ ম্যাচ বাকি থাকতেই বিদায় নিল শাকিব আল-হাসানের দল। শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে জিতলেও ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নেই বাংলাদেশের। এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে জয় এসেছে মাত্র ১ ম্যাচে। এরকম পারফরম্যান্স দেখালে কোনও দলের পক্ষেই সাফল্য পাওয়া সম্ভব নয়। বাংলাদেশও সাফল্য পেল না। এই ব্যর্থতা ওডিআই বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিয়ে প্রশ্ন তুলে দিল।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শাকিব। তিনি হয়তো ভেবেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে অল্প রানে বেঁধে রেখে সেই রান টপকে যেতে পারবেন। কিন্তু সেই পরিকল্পনা কার্যকর হয়নি। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৫৭ রান করে শ্রীলঙ্কা। সর্বাধিক ৯৩ রান করেন সাদিরা সমরবিক্রমা। তাঁর ৭২ বলের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। কুশল মেন্ডিস করেন ৫০ রান। তাঁর ৭৩ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। ওপেনার পথুম নিশাঙ্ক করেন ৪০ রান। অপর ওপেনার দিমুথ করুণারত্নে করেন ১৮ রান। অধিনায়ক দাসুন শনাকা করেন ২৪ রান। চরিত আসালাঙ্কা করেন ১০ রান। ধনঞ্জয় ডি সিলভা করেন ৬ রান। দুনিথ ওয়েল্লালাগে করেন ৩ রান। মাহিশ থিকসানা করেন ২ রান। ১ রান করে অপরাজিত থাকেন কাসুন রঞ্জিতা।
বাংলাদেশের হয়ে ৬২ রান দিয়ে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। ৫৭ রান দিয়ে ৩ উইকেট নেন হাসান মাহমুদ। ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন শরিফুল ইসলাম।
রান তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে ২৩৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বাধিক ৮২ রান করেন তাওহিদ হৃদয়। মুশফিকুর রহিম করেন ২৯ রান। ওপেনার মেহিদি হাসান মিরাজ করেন ২৮ রান। অপর ওপেনার মহম্মদ নাঈম করেন ২১ রান। লিটন দাস করেন ১৫ রান। শাকিব করেন মাত্র ৩ রান। শামিম হোসেন করেন ৫ রান। নাসুম আহমেদ করেন ১৫ রান। তাসকিন করেন ১ রান। শরিফুল করেন ৭ রান। ১০ রান করে অপরাজিত থাকেন হাসান।
শ্রীলঙ্কার হয়ে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন শনাকা। ৫৮ রান দিয়ে ৩ উইকেট নেন মাথিসা পাথিরানা। ৬৯ রান দিয়ে ৩ উইকেট নেন থিকসানা। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন ওয়েল্লালাগে।
আরও পড়ুন-
India Vs Pakistan: পাকিস্তানের পেসারদের সামাল দেওয়াই চ্যালেঞ্জ, তৈরি শুবমানরা
India Vs Pakistan: রবিবার ভারতের বিরুদ্ধে এগিয়ে থেকেই খেলতে নামছে পাকিস্তান, দাবি বাবরের
Virat Kohli and Hardik Pandya : ভারত-নেপাল ম্যাচে সৌজন্যের পরিচয় দিলেন বিরাট-হার্দিক