সংক্ষিপ্ত

এবারের এশিয়া কাপে অন্যতম শক্তিশালী দল পাকিস্তান। তবে ভারতীয় দলও যথেষ্ট শক্তিশালী। ফলে রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা।

রবিবার চলতি এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচ শুরু হওয়ার কথা বিকেল ৩টেয়। টেলিভিশনে ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে। বৃষ্টির জেরে ম্যাচে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তবে আবহাওয়া নিয়ে ভাবার বদলে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। গ্রুপ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যর্থ হয়। হার্দিক পান্ডিয়া ও ঈশান কিষান ছাড়া আর কোনও ব্যাটার লড়াই করতে পারেননি। তবে রবিবার সুপার ফোর পর্যায়ের ম্যাচে গ্রুপের সেই ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্য ভারতের ব্যাটাররা। গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পায় ভারত। বড় রান পান ২ ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল। পাকিস্তানের বিরুদ্ধেও তাঁরা বড় স্কোরের লক্ষ্যে ক্রিজে যাবেন। ফর্মে ফিরতে মরিয়া বিরাট কোহলিও।

পাকিস্তানের বোলিং লাইনআপ শক্তিশালী। শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহের মতো পেসাররা আছেন। ভারতীয় দলের বোলিং লাইনআপও যথেষ্ট শক্তিশালী। দলে ফিরেছেন বিশ্বের অন্যতম পেসার জসপ্রীত বুমরা। এছাড়া মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব আছেন। ফলে রবিবার দুর্দান্ত লড়াই হতে পারে। শনিবার কলম্বোতেই শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ হচ্ছে। এই ম্যাচে খুব বেশি রান ওঠেনি। ফলে ভারত-পাকিস্তান ম্যাচেও বোলারদের দাপট দেখা যেতে পারে। শনিবারের ম্যাচের সময় কলম্বোয় বৃষ্টি না হলেও, রবিবার সারাদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। পেসাররা যেমন স্যুইং আদায় করে নিতে পারেন, তেমনই স্পিনাররাও বিপক্ষের ব্যাটারদের চাপে ফেলে দিতে পারেন। যে দল প্রথমে ব্যাটিং করবে তারা যদি ২৮০ রান করে ফেলতে পারে, তাহলে সেই রানই জয়ের জন্য যথেষ্ট হতে পারে।

এই ম্যাচে রানের জন্য ভারতীয় দল তাকিয়ে থাকবে রোহিত, শুবমান, বিরাট, ঈশান, হার্দিক, জাদেজার দিকে। কে এল রাহুল খেলবেন কি না এখনও স্পষ্ট নয়। বোলিং বিভাগে ভারতের ভরসা বুমরা, সামি, সিরাজ, জাদেজা, কুলদীপ। পাকিস্তানের ভরসা অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, আফ্রিদি, হ্যারিস, নাসিমরা। ২ দলই লড়াই করার জন্য তৈরি।

আরও পড়ুন-

India Vs Pakistan: রবিবার ভারতের বিরুদ্ধে এগিয়ে থেকেই খেলতে নামছে পাকিস্তান, দাবি বাবরের

India Vs Pakistan: রিজার্ভ ডে সত্ত্বেও কি ভেস্তে যেতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ?

আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হলে কী করতে হবে, শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের বুঝিয়ে দিলেন বিরাট