Asia Cup 2023: পিসিবি-র আমন্ত্রণ রক্ষা করে পাকিস্তানে বিসিসিআই সভাপতি, সহ-সভাপতি

Published : Sep 04, 2023, 06:58 PM ISTUpdated : Sep 04, 2023, 07:07 PM IST
roger binny

সংক্ষিপ্ত

বিসিসিআই-এর আপত্তিতেই এশিয়া কাপের সব ম্যাচ আয়োজন করতে পারেনি পাকিস্তান। তবে এশিয়া কাপের ম্যাচ দেখতে সেই পাকিস্তানেই পৌঁছে গেলেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সহ-সভাপতি রাজীব শুক্লা।

এশিয়া কাপ উপলক্ষে পাকিস্তান সফরে গেলেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সহ-সভাপতি রাজীব শুক্লা। সোমবার ওয়াগা সীমান্ত পেরিয়ে তাঁরা পাকিস্তানে প্রবেশ করেন। মঙ্গলবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দেখবেন বিনি ও শুক্লা। তাঁরা বিসিসিআই-এর প্রতিনিধি হিসেবেই পিসিবি-র আমন্ত্রণে লাহোর গিয়েছেন। বিসিসিআই ছাড়াও এশিয়ার অন্যান্য ক্রিকেট বোর্ডের কর্তাদের এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। বিসিসিআই সভাপতি ও সহ-সভাপতিকে সস্ত্রীক আমন্ত্রণ জানায় পিসিবি। সোমবার রাতে লাহোরের গভর্নর হাউসে সরকারি নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে। সেই নৈশভোজেও আমন্ত্রিত বিনি ও শুক্লা। এই আমন্ত্রণ সম্পর্কে শুক্লা বলেছেন, '২ দিনের এই সফর পুরোপুরি ক্রিকেট বিষয়ক। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। একটি নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে। সেখানে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ দল থাকবে।'

২০০৬ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে গেলেন বিনি। এই সফর সম্পর্কে বিসিসিআই সভাপতি বলেছেন, 'আমরা এশিয়া কাপের ম্যাচ দেখতে শ্রীলঙ্কায় গিয়েছিলাম। এবার পাকিস্তানেও ম্যাচ দেখব আমরা।'

ভারতীয় ক্রিকেট দল শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৬ সালে। তারপর একাধিকবার ভারত সফরে এসেছে পাকিস্তান। কিন্তু ভারতীয় দল আর পাকিস্তানে খেলতে যায়নি। বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় থাকাতেই এশিয়া কাপে ভারতীয় দলের ম্যাচগুলি হচ্ছে শ্রীলঙ্কায়। অদূর ভবিষ্যতে কি ভারতীয় দলের পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা আছে? শুক্লা বলেছেন, ‘আমরা সরকারের পরামর্শ মেনেই চলব। সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই করব।’

পাকিস্তানে এবারের এশিয়া কাপের ৪টি ম্যাচ হচ্ছে। শ্রীলঙ্কায় হচ্ছে বাকি ৯টি ম্যাচ। আয়োজক দেশ হিসেবে সব ম্যাচই আয়োজন করার কথা ছিল পিসিবি-র। কিন্তু বিসিসিআই সাফ জানিয়ে দেয়, ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। ফলে পাকিস্তান থেকে এশিয়া কাপের সব ম্যাচই অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে শেষপর্যন্ত মুখরক্ষা করতে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দেয় পিসিবি। সেই প্রস্তাব মেনে নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তানে হবে গ্রুপের ৩টি এবং সুপার ফোর পর্যায়ের ১টি ম্যাচ হচ্ছে। ভারতীয় দল যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেই কারণে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকলেও, পাকিস্তানকে শীর্ষ স্থানাধিকারী হিসেবেই ধরা হবে। পাকিস্তান ইতিমধ্যেই সুপার ফোরের যোগ্যতা অর্জন করেছে।

আরও পড়ুন-

Shreyanka Patil: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে ৪ উইকেট শ্রেয়াঙ্কা পাতিলের

Rishabh Pant News: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কঠোর পরিশ্রম, ফিট হয়ে উঠছেন ঋষভ পন্থ

Rishabh Pant : ভারতীয় দলের অনুশীলনে ঋষভ পন্থ, সতীর্থদের দিলেন উৎসাহ

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল, পরিবর্ত কে?
Messi in Delhi: ভারতীয় দলের জার্সি এবং টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট উপহার মেসিকে, দিল্লীতে মেসি ম্যাজিক