ভারত-নেপাল ম্যাচে এখনও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভালোভাবেই ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে। সুপার ফোরের যোগ্যতা অর্জন করতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে।
এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। দেশে ফিরে আসায় খেলতে পারছেন না জসপ্রীত বুমরা। তাঁর পরিবর্তে খেলছেন মহম্মদ সামি। ম্যচা শুরু হওয়ার আগে বৃষ্টি না হলেও, এদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রোহিত। নেপালকে যত দ্রুত সম্ভব অলআউট করে দেওয়াই ভারতের বোলারদের লক্ষ্য থাকবে। এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলে পাকিস্তানকে টপকে গ্রুপের শীর্ষে থেকে সুপার ফোরের যোগ্যতা অর্জন করতে পারে ভারত।
এই ম্যাচে ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।
নেপালের হয়ে খেলছেন- কুশল ভূর্তেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পোড়েল (অধিনায়ক), ভীম শার্কি, সোমপাল কামি, গুলশন ঝা, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, সন্দীপ ল্যামিছানে, করণ কে সি ও ললিত রাজবংশী।
ভারতের অধিনায়ক রোহিত বলেছেন, 'আমরা প্রথমে ফিল্ডিং করব। এই সিদ্ধান্তের পিছনে নির্দিষ্ট কোনও কারণ নেই। আমরা গত ম্যাচে ব্যাটিং করেছিলাম। বোলাররা কেমন পারফরম্যান্স দেখায় সেটা আমরা দেখে নিতে চাই। আমরা চাপের মুখে যেভাবে ব্যাটিং করেছি সেটা খুবই ভালো। হার্দিক ও ঈশান অসাধারণ ব্যাটিং করেছে। ঈশান পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে। ও আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। এটা আমাদের দলের জন্য ভালো লক্ষণ। নেপালের বিরুদ্ধে ম্যাচও আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আমাদের দলে একটি বদল হয়েছে। বুমরাকে আমরা পাচ্ছি না। ওর পরিবর্তে খেলছে সামি।'
নেপালের অধিনায়ক রোহিত বলেছেন, ‘আমরা টসে জিতলে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিতাম। কারণ, আকাশ মেঘলা হয়ে আছে। আজকের দিনটি নেপালের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় দিন। আমাদের কাছে বড় সুযোগ আছে। এই ম্যাচে আমাদের দলে একটি বদল হয়েছে। আরিফ শেখের পরিবর্তে দলে এসেছে ভীম শার্কি।’
এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ২৩৮ রানে হেরে গিয়েছে নেপাল। ফলে ভারতের বিরুদ্ধেও জয়ের আশা নেই। লড়াই করতে পারলেই যথেষ্ট। কিন্তু ভারতীয় দলের কাছে এই ম্যাচের গুরুত্ব অন্যরকম। নেপালকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকেই সুপার ফোরের যোগ্যতা অর্জন করতে চায় ভারত।
আরও পড়ুন-
Asia Cup 2023: নেপালের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গেলেও সুপার ফোরের যোগ্যতা অর্জন করতে পারবে ভারত?
Rishabh Pant : ভারতীয় দলের অনুশীলনে ঋষভ পন্থ, সতীর্থদের দিলেন উৎসাহ