Asia Cup Final: রবিবার এশিয়া কাপ ফাইনালের সময় কেমন থাকবে কলম্বোর আবহাওয়া?

Published : Sep 16, 2023, 04:57 PM ISTUpdated : Sep 16, 2023, 05:42 PM IST
Asia Cup 2023

সংক্ষিপ্ত

এবারের এশিয়া কাপ চলাকালীন ব্যাট-বলের লড়াইয়ের চেয়েও বেশি আলোচনা হয়েছে বৃষ্টি নিয়ে। শ্রীলঙ্কার আবহাওয়া একাধিক ম্যাচে বিঘ্ন ঘটিয়েছে। গ্রুপে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গিয়েছে।

ক্রিকেটপ্রেমীদের জন্য ভালো খবর, এশিয়া কাপ ফাইনালের জন্য রিজার্ভ ডে আছে। ফলে রবিবার যদি বৃষ্টির জন্য ম্যাচ শেষ না করা যায়, তাহলে সোমবার ফের শুরু হবে খেলা। এবারের এশিয়া কাপে এর আগে একটি ম্যাচেই রিজার্ভ ডে ছিল। সুপার ফোর পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে-র ব্যবস্থা করা নিয়ে তীব্র বিতর্ক হয়। সমালোচনার মুখে পড়তে হয় আয়োজকদের। তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা নিয়ে কোনও বিতর্ক নেই। যদিও ক্রিকেটপ্রেমীরা চাইছেন রবিবারই ম্যাচ শেষ হয়ে যাক। ভারতীয় দল এখনও পর্যন্ত ৭ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে ৬ বার। ফলে রবিবার জমজমাট লড়াইয়ের অপেক্ষা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। রবিবার ম্যাচ শুরু হবে বিকেল ৩টেয়। সেই সময় বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। সন্ধেবেলাও বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। এরপর বৃষ্টির সম্ভাবনা বেড়ে হবে ৬৮ শতাংশ। ফলে রবিবারের ম্যাচ বারবার বাধাপ্রাপ্ত হতে পারে। এমনকী, রবিবার ম্যাচ শেষ করা অসম্ভবও হয়ে যেতে পারে। রিজার্ভ ডে আছে এটাই ভরসা। কলম্বোর মাঠকর্মীরা এবারের এশিয়া কাপ চলাকালীন প্রচণ্ড ব্যস্ত। তাঁদের বাড়তি পরিশ্রম করতে হচ্ছে। রবিবারও বৃষ্টি হলে মাঠ খেলার উপযুক্ত করে তোলার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে মাঠকর্মীদের।

এবারের এশিয়া কাপে পাকিস্তানে যে ম্যাচগুলি হয়েছে, তার কোনওটিই বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হয়নি। শ্রীলঙ্কায় এখনও পর্যন্ত যে ৮টি ম্যাচ হয়েছে, তার মধ্যে অধিকাংশ ম্যাচের সময়ই বৃষ্টি হয়েছে। ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচে ব্যাটিং করারই সুযোগ পায়নি পাকিস্তান। ভারতের ইনিংস শেষ হওয়ার পরেই বৃষ্টি নামে। এরপর আর শুরু করা যায়নি ম্যাচ। সে কথা মাথায় রেখেই সুপার ফোর পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়। রিজার্ভ ডে কাজেও লাগে। ভারতের ইনিংসের মাঝামাঝি সময়ে বৃষ্টি নামে। এরপর সেদিন আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। রিজার্ভ ডে-তে অসাধারণ শতরান করেন বিরাট কোহলি ও কে এল রাহুল। এরপর দ্রুত শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতীয় দল ২২৮ রানে জয় পায়। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও একইরকম পারফরম্যান্স দেখাতে চায় ভারতীয় দল। প্রিয় মাঠ আর প্রেমদাসা স্টেডিয়ামে ফের শতরান করাই বিরাটের লক্ষ্য। দারুণ ফর্মে রোহিত শর্মা, শুবমান গিল, রাহুলও। ফলে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় দল।

আরও পড়ুন-

Virat Kohli Viral Video: নাচতে নাচতে মাঠে ঢুকেছিলেন, তারপরেই চমকে গেলেন বিরাট কোহলি

India Vs Bangladesh: সতীর্থদের জন্য পানীয় নিয়ে মাঠে ছুটলেন বিরাট, ভাইরাল ভিডিও

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের উদযাপন, সুইমিং পুলে নাচ বিরাট-রোহিতের

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার