Virat Kohli Viral Video: নাচতে নাচতে মাঠে ঢুকেছিলেন, তারপরেই চমকে গেলেন বিরাট কোহলি

Published : Sep 16, 2023, 03:02 PM ISTUpdated : Sep 16, 2023, 04:11 PM IST
virat kohli

সংক্ষিপ্ত

শুক্রবার বাংলাদেশের কাছে ৬ রানে হেরে গিয়েছে। এই ম্যাচে খেলেননি বিরাট কোহলি। তবে ম্যাচ চলাকালীন মাঠেই ছিলেন ভারতের তারকা ক্রিকেটার।

শুক্রবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে ভারত-বাংলাদেশ ম্যাচে বারবার মাঠে দেখা গেল বিরাট কোহলিকে। তিনি বারবার দর্শকদের নজর কেড়ে নেন। খোশমেজাজেই ছিলেন বিরাট। কিন্তু তাঁকেই চমকে দিলেন মাঠকর্মীরা। হঠাৎ ভয় পেয়ে সরে যেতে হল বিরাটকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। বিরাটের এই ভিডিও দেখে ক্রিকেটপ্রেমীরা মজা পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানা মন্তব্য করছেন। তবে বিরাটের এই আতঙ্কিত হওয়া বা চমকে যাওয়া অবশ্য স্থায়ী হয়নি। কয়েক মুহূর্ত পরেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন ভারতের তারকা ক্রিকেটার। তিনি এখন এশিয়া কাপ ফাইনালের জন্য তৈরি হচ্ছেন। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো ইনিংস খেলে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করাই বিরাটের লক্ষ্য। তিনি ওডিআই বিশ্বকাপের আগে ভালো ফর্ম ধরে রাখতে চাইছেন। তবে আপাতত এশিয়া কাপ ফাইনাল নিয়েই ভাবছেন এই ব্যাটার। ২০১৮ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন বিরাট। এবারও ভারতকে চ্যাম্পিয়ন করাই বিরাটের লক্ষ্য।

শুক্রবার ভারত-বাংলাদেশ ম্যাচ শুরু হওয়ার সময় বিরাটকে প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়। তবে এরপর তিনি ডাগআউটে সতীর্থদের সঙ্গে বসেছিলেন। বাংলাদেশের ইনিংসে চতুর্থ ওভারে কুলদীপ যাদবের সঙ্গে মাঠে সতীর্থদের জন্য পানীয় নিয়ে ছুটে যান বিরাট। তখন তিনি কুলদীপের দৌড়ের ভঙ্গি নকল করেন। সেটা দেখে দর্শকদের মধ্যে হাসি ছড়িয়ে পড়ে। কিন্তু এদিনই ভয় পেয়ে যান বিরাট। কয়েকজন ভারতীয় ক্রিকেটার সেই সময় মাঠে নেমে অনুশীলন করছিলেন। তাঁদের সঙ্গে যোগ দিতে যাচ্ছিলেন বিরাট। তিনি ডাগআউটের দিকে মুখ করে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়েছিলেন। সেই সময় এক মাঠকর্মী রোলার চালাচ্ছিলেন। তিনি বিরাটের পিছনে চলে আসেন। ওই মাঠকর্মী বিরাটকে সতর্ক করে দেওয়ার জন্য হর্ন বাজান। তখনই চমকে সরে যান বিরাট

 

 

চলতি এশিয়া কাপে ভালো ফর্মে বিরাট। সুপার ফোর পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ শতরান করেন এই তারকা ব্যাটার। প্রেমদাসা তাঁর প্রিয় মাঠ। এই মাঠে ওডিআই ফর্ম্যাটে পরপর ৪ ম্যাচে শতরান করার নজির গড়েছেন বিরাট। তবে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করার পরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রান পাননি বিরাট। রবিবার ফাইনালে সেই আফশোস পূরণ করে নেওয়াই তাঁর লক্ষ্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে অতীতে অনেক ভালো ইনিংস খেলেছেন বিরাট। এবার এশিয়া কাপ ফাইনালেও বড় রান করার লক্ষ্যে তৈরি হচ্ছেন ভারতের তারকা ব্যাটার।

আরও পড়ুন-

India Vs Bangladesh: 'শুবমান কোনওদিন অনুশীলনে ফাঁকি দেয় না', প্রশংসায় রোহিত

India Vs Bangladesh: বিফলে শুবমান গিলের দুরন্ত শতরান, বাংলাদেশের কাছে হার ভারতের

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের উদযাপন, সুইমিং পুলে নাচ বিরাট-রোহিতের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'বিদেশ সফরে গেলেই ক্রিকেটাররা নেশা করেন,' বিস্ফোরক রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা
T20 World Cup Tickets Booking: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট মাত্র ১০০ টাকায়! কীভাবে বুক করবেন?