গত কাল শুক্রবার থেকে বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বুকিং উইন্ডো খুলে দেওয়া হয়েছে। আইসিসি-র ওয়েবসাইট এবং টিকিট পার্টনার বুক মাই শো'র মাধ্যমে টিকিট বুক করা যাচ্ছে।
অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হতে চলেছে এক দিনের ওয়ার্ল্ড কাপ। দেশের মাটিতে হচ্ছে বলে ভারতের উপর একটু বাড়তি চাপ থাকবে। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের টিকিট বিসিসিআই এবং আইসিসি অনলাইনে বিক্রি করতে শুরু করেছে। গত কাল শুক্রবার থেকে বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বুকিং উইন্ডো খুলে দেওয়া হয়েছে। আইসিসি-র ওয়েবসাইট এবং টিকিট পার্টনার বুক মাই শো'র মাধ্যমে টিকিট বুক করা যাচ্ছে। বিশ্বকাপের ২টি সেমিফাইনাল ম্যাচ ইডেন গার্ডেন্স এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে। টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৯ নভেম্বর অহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
একেবারে প্রথমদিকে বিশ্বকাপের টিকিট বুকিং নিয়ে যথেষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের সমর্থকেরা এই ঘটনায় যথেষ্ট ক্ষোভও জানিয়েছিলেন। তবে এবার আশা করা হচ্ছে, 'বুক মাই শো' অ্যাপের সাহায্যে এই জটিল পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে।
বিশ্বকাপের শেষ তিনটে ম্যাচের জন্য শুক্রবার রাত আটটা থেকে টিকিট বুকিং শুরু হয়েছে। ক্রিকেট সমর্থকেরা আশা করছেন, ভারত ফাইনালে জায়গা করে নেবে। অনেকেই মাঠে গিয়ে ম্যাচ উপভোগ করার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। 'বুক মাই শো'-এর পক্ষ থেকে ইতিমধ্যেই একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে আগে থেকেই বলে দেওয়া হয়েছে, সমর্থকরা ধৈর্য্য ধরলেই সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বুক করতে পারবেন।
সেমিফাইনাল - ফাইনাল সূচি
৫ নভেম্বর, বুধবার, প্রথম সেমিফাইনাল ম্যাচ, ওয়াংখেড়ে স্টেডিয়াম
১৬ নভেম্বর, বৃহস্পতিবার, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, ইডেন গার্ডেন্স স্টেডিয়াম
১৯ নভেম্বর, রবিবার, ফাইনাল, নরেন্দ্র মোদী স্টেডিয়াম