India Vs Nepal: ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে, নেপালের বিরুদ্ধে জয়ের পর বার্তা রোহিতের

এশিয়া কাপে গ্রুপ এ-র দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে পৌঁছে গেল ভারতীয় দল। ২ ম্যাচ খেলে ভারত ও পাকিস্তানের পয়েন্ট ৩। তবে রান রেটে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান।

এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ ব্যাটিং করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দল ১০ উইকেটে জয় পেয়েছে। এই জয়ের ফলে সুপার ফোরের যোগ্যতা অর্জন করেছে ভারত। তবে এই জয়ের পরেও খুব একটা খুশি হতে পারছেন না রোহিত। ম্যাচ শেষ হওয়ার পর ভারতের অধিনায়ক বলেছেন, 'আমি এই ইনিংসে খুব একটা খুশি নই। ইনিংসে শুরুতে কিছুটা স্নায়ুর চাপে ভুগছিলাম। কিন্তু একবার চোখ সয়ে যাওয়ার পর দলকে জিতিয়েই মাঠ ছাড়তে চেয়েছিলাম।' ফ্লিক স্যুইপ শট সম্পর্কে রোহিত বলেছেন, 'আমি ইচ্ছাকৃতভাবে ওই শট মারিনি। আমি শর্ট ফাইন লেগের উপর দিয়ে চিপ শট খেলতে চেয়েছিলাম। কিন্তু এখন ব্যাট এত ভালো যে ফ্লিক স্যুইপ হয়ে গেল। আমরা যখন এখানে আসি তখনই জানতাম বিশ্বকাপের জন্য আমাদের ১৫ জনের দলে কারা থাকবে। এশিয়া কাপে আমরা সবে মাত্র ২ ম্যাচ খেললাম। সেই কারণে দলের অবস্থা ভালোভাবে বোঝা সম্ভব নয়। তবে আমরা সৌভাগ্যবান যে প্রথম ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলাম। দ্বিতীয় ম্যাচে আমরা বোলিং করার সুযোগ পেলাম। ফলে আমাদের খেলা সম্পূর্ণ হল।'

ভারতের অধিনায়ক আরও বলেছেন, ‘আমাদের এখনও অনেক উন্নতি করতে হবে। আমাদের দলের অনেকেই চোট সারিয়ে মাঠে ফিরেছে। ওদের কিছুটা সময় দরকার। হার্দিক (পান্ডিয়া) ও ঈশান (কিষান) গত ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখায়। ওদের জন্যই আমরা ২৬৬ রান করতে পেরেছিলাম। নেপালের বিরুদ্ধে আমাদের বোলিং ভালো হয়েছে। কিন্তু ফিল্ডিং ভালো হয়নি। আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।’

Latest Videos

রোহিতের সঙ্গে অসাধারণ ইনিংস খেলা শুবমান গিল বলেছেন, 'গত ম্যাচে যেভাবে আউট হই, তাতে হতাশ হয়েছিলাম। রোহিত ভাইয়ের সঙ্গে আমার এই ম্যাচ শেষ করে দেওয়া জরুরি ছিল। আমরা সেটা করতে পেরেছি। রোহিত ভাই এমন একজন ব্যাটার যিনি বোলারদের শূন্যে উড়িয়ে দিতে ভালোবাসেন। আমি এমন একজন খেলোয়াড় যে শূন্যে শট খেলার বদলে বেশি বাউন্ডারি মারতে ভালোবাসি। এই জুটি আমাদের দলের জন্য কার্যকর হয়েছে।'

শুবমান আরও বলেছেন, ‘নেপালের বোলাররা নতুন বলে ভালো বোলিং করেছে। ওরা আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল। আমরা জানতাম, একবার বল ভিজে গেলে ব্যাটারদের কাজ সহজ হয়ে যাবে। ড্রেসিংরুমে আমরা সে কথাই আলোচনা করছিলাম।’

আরও পড়ুন-

India Vs Nepal: নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জয়, এশিয়া কাপের সুপার ফোরে ভারত

India Vs Pakistan: পাকিস্তানের সমর্থকরা ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিল, দাবি গম্ভীরের

সমুদ্রতীরে বালিতে বিরাট কোহলির ছবি আঁকলেন দুই পাকিস্তানি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
মুম্বইতে বেলডাঙা ইস্যু তুলে মমতার সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু, দেখুন | Suvendu Adhikari
ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে