শনিবার পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান ম্যাচের কোনও ফল হয়নি। কিন্তু এই ম্যাচ ঘিরে বিতর্ক এড়ানো সম্ভব হয়নি। বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।
শনিবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন দর্শকদের একাংশের দিকে বিতর্কিত অঙ্গভঙ্গি করেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তিনি ধারাভাষ্য দিতে শ্রীলঙ্কা গিয়েছেন। সেখানেই এই বিতর্কিত ঘটনা দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মাঠ থেকে যখন ধারাভাষ্যকারদের নির্দিষ্ট জায়গায় যাচ্ছিলেন গম্ভীর, তখন তাঁর উদ্দেশ্যে 'কোহলি-কোহলি' স্লোগান দেন দর্শকদের একাংশ। পাল্টা অঙ্গভঙ্গি করেন গম্ভীর। যদিও তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে পুরো ঘটনা দেখানো হয়নি। পাকিস্তানের সমর্থকদের একাংশ ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন। কাশ্মীর প্রসঙ্গে নিয়েও চিৎকার করছিলেন। সেই কারণেই পাল্টা প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
গম্ভীর বলেছেন, 'সোশ্যাল মিডিয়ায় যা দেখানো হচ্ছে সেটা সত্য ঘটনা নয়। যে যেভাবে ইচ্ছা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে সেভাবে দেখাচ্ছে। আসলে যা হয়েছে সেটা হল, ভারত-বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল। আমি হিন্দুস্তান মুর্দাবাদ কথাটা শুনতে পেয়েছি। কাশ্মীর প্রসঙ্গেও স্লোগান দেওয়া হচ্ছিল। ফলে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া হবে। একতরফা বা পাল্টা প্রতিক্রিয়া হবে অথবা বিষয়টা হেসে উড়িয়ে দেওয়া হবে। পাকিস্তানের ২ জন ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিল। আমার দেশ সম্পর্কে কিছু বললে ছাড়ব না। সেই কারণেই প্রতিক্রিয়া দেখা গিয়েছে।'
গম্ভীর আরও বলেছেন, ‘আমার প্রতিক্রিয়া অত্যন্ত স্বাভাবিক ছিল। আমার দেশ সম্পর্কে কেউ খারাপ কিছু বললে আমি কী করব আশা করেন? আমার কি হেসে অন্য জায়গায় চলে যাওয়া বা চুপ করে থাকা উচিত? আমি সেরকম ব্যক্তি নই। আমি শুধু এই কথাটাই বলতে চাই, আপনারা যখন ক্রিকেট ম্যাচ দেখতে এসেছেন, তখন নিজের পছন্দের দলকে সমর্থন করুন। এখানে রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই। কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করার দরকার নেই। ভারত সম্পর্কে খারাপ কিছু বলার দরকার নেই। আপনারা নিজের দল, নিজের দেশকে সমর্থন করুন। ভারতীয়রা তো নিজেদের দেশকে সমর্থন করছিলেন। ২ দলের সমর্থকদেরই আমি বলছি, ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে কাশ্মীর সম্পর্কে কিছু বলার দরকার নেই। অন্য দেশ সম্পর্কে খারাপ কিছু বলারও দরকার নেই।’
শনিবার বৃষ্টির জন্য ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার পর বিরাট কোহলি, বাবর আজমদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। কিন্তু মাঠে সৌহার্দ্যের ছবি থাকলেও, মাঠের বাইরে অন্য ছবি দেখা যায়। গম্ভীরও মেজাজ হারান। এটা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন-
সমুদ্রতীরে বালিতে বিরাট কোহলির ছবি আঁকলেন দুই পাকিস্তানি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Asia Cup 2023: পিসিবি-র আমন্ত্রণ রক্ষা করে পাকিস্তানে বিসিসিআই সভাপতি, সহ-সভাপতি
Rishabh Pant News: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কঠোর পরিশ্রম, ফিট হয়ে উঠছেন ঋষভ পন্থ