India Vs Pakistan: কলম্বোর আকাশ পরিষ্কার, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়ছে আশা

কলম্বোর আবহাওয়ার পূর্বাভাসে রবিবার সকাল থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে এখনও কলম্বোর আকাশ পরিষ্কার। ফলে ভালোভাবে ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে।

এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে। দর্শকরা ইতিমধ্যেই স্টেডিয়ামে জমায়েত হতে শুরু করেছেন। কলম্বোর আকাশ পরিষ্কার। এখনও পর্যন্ত বৃষ্টির কোনও লক্ষণ নেই। নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে। শরতের আকাশ যেমন হয় একদম তেমনই আবহাওয়া। ফলে দর্শকরা সবাই খুশি। আশা করা হচ্ছে ম্যাচের সময় বৃষ্টি হবে না। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচ পণ্ড হওয়ার আশঙ্কা থাকছেই। তবে এই ম্যাচের জন্য যেহেতু রিজার্ভ ডে রাখা হয়েছে, সেই কারণে রবিবার ম্যাচ শেষ করা সম্ভব না হলে সোমবার খেলা হবে।

কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার বিকেল থেকে সন্ধের মধ্যে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। বজ্রবিদ্যুৎ ও ঝোড়া বাতাসের পূর্বাভাসও দেওয়া হয়েছে। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসও একই রকম। সোমবার সকালে বৃষ্টির সম্ভাবনা ৯৩ শতাংশ। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা ৮১ শতাংশ। রবিবার ও সোমবার কলম্বোয় তাপমাত্রা থাকতে পারে ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Latest Videos

গত কয়েক বছরে কোনও টুর্নামেন্টে একাধিকবার ভারত-পাকিস্তানের ম্যাচ হয়নি। তবে এবারের এশিয়া কাপে ঠিক সেটাই হচ্ছে। গ্রুপের ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায়। সেই ম্যাচে প্রথমে ভারতীয় দল ব্যাটিং করে। কিন্তু তারপর বৃষ্টির জন্য পাকিস্তানের ইনিংস শুরু করা সম্ভব হয়নি। ২ দলই যদি ফাইনালে পৌঁছে যায়, তাহলে এবারের এশিয়া কাপে ৩ বার ভারত-পাকিস্তান ম্যাচ হবে। সেই আশাই করছেন ক্রিকেটপ্রেমীরা।

 

 

এখন আবহাওয়া ভালো থাকলেও, কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা আছেই। আবহাওয়ার পূর্বাভাস বিচার করে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। রবিবার যদি বৃষ্টির জন্য ম্যাচ শেষ না করা যায়, তাহলে যে অবস্থায় খেলা স্থগিত হবে, সেখান থেকেই সোমবার ম্যাচ শুরু হবে। রিজার্ভ ডে-তেও একই টিকিটে ম্যাচ দেখা যাবে। সেই কারণে দর্শকদের টিকিট রেখে দেওয়ার পরামর্শ দিয়েছেন আয়োজকরা। তবে শনিবার কলম্বোতেই শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ চলাকালীন বৃষ্টি হয়নি। ভালোভাবেই শেষ হয়েছে ম্যাচ। ফলে ভারত-পাকিস্তান ম্যাচও ভালোভাবেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে ম্যাচ হয়তো হাই-স্কোরিং হবে না। বোলাররাই দাপট দেখাতে পারেন। শাহিন শাহ আফ্রিদি-জসপ্রীত বুমরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করতে তৈরি।

আরও পড়ুন-

India Vs Pakistan: রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন রাহুল?

India Vs Pakistan: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই একাদশ ঘোষণা পাকিস্তানের

আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হলে কী করতে হবে, শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের বুঝিয়ে দিলেন বিরাট

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'মমতা কোনদিনও মেয়েদের সুরক্ষার কথা ভাবেনি' বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata
শুক্রবার ৩ জানুয়ারি এই ব্যক্তিদের হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, দেখে নিন আজকের রাশিফল
'গ্রামের ছেলে হয়েও এত বড় গায়ক', Diljit এর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী Narendra Modi
হল না জামিন! 'চিন্ময় প্রভুকে ওরা স্লো পয়জন করার চেষ্টা করবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
‘কোথায় আছিস Pakistan-এর বাচ্চা, সাহস থাকলে সামনে আয়!’ গর্জে উঠলেন Suvendu Adhikari