সংক্ষিপ্ত
এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে আত্মবিশ্বাসী পাকিস্তান শিবির। এই আত্মবিশ্বাস যদি আত্মতুষ্টিতে পরিণত হয়, তাহলে ভারতীয় দলের সুবিধা হতে পারে।
রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে শনিবারই দল ঘোষণা করে দিল পাকিস্তান। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে যাঁরা খেলেছিলেন, তাঁরাই ভারতের বিরুদ্ধে খেলবেন। পাকিস্তান দলে আছেন- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফকর জামান, ইমাম-উল-হক, সলমন আলি আগা, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় পাকিস্তান। সেই জয় বাবর, রিজওয়ানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ভারতের বিরুদ্ধেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান শিবির।
ফাস্ট বোলিং অলরাউন্ডার আশরফের উপর ভরসা রাখছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। ফলে মহম্মদ নওয়াজকে ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ দেওয়া হচ্ছে না। শাদাবের ফর্ম নিয়ে কিছুটা চিন্তায় পাকিস্তান শিবির। কারণ, তিনি ভারতের বিরুদ্ধে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এরপর বাংলাদেশের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি পাকিস্তানের সহ-অধিনায়ক। তাঁর ফর্মে ফেরার আশায় টিম ম্যানেজমেন্ট। এ বছরের শুরুতে ওডিআই ফর্ম্যাটে শতরান করেন ফকর। কিন্তু এরপর থেকে তিনি খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। এই ব্যাটারের ফর্মে ফেরার আশায় দল।
পাকিস্তানের ওপেনার ইমাম গত ম্যাচে অর্ধশতরান করেন। ভারতের বিরুদ্ধে গত ম্যাচে পাকিস্তানের কোনও ব্যাটারই ব্যাটিং করার সুযোগ পাননি। এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিরুদ্ধে অসাধারণ শতরান করেন বাবর। তবে গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় রান পাননি পাকিস্তানের অধিনায়ক। যদিও তিনি ভারতের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।
ভারতের ব্যাটারদের দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠানোর জন্য পাকিস্তান ভরসা করছে আফ্রিদি, রউফ ও নাসিমের উপর। কিংবদন্তি সুনীল গাভাসকর বলেছেন, পাকিস্তানের পেসাররাই এখন নতুন বলে সবচেয়ে ভালো বোলিং করছেন। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার বলেছেন, বর্তমান বোলিং লাইনআপ দেখে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসদের সময়ে কথা মনে পড়ে যাচ্ছে। এবারের এশিয়া কাপে ৩ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন রউফ। তিনি একটি ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। আফ্রিদি, নাসিমও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। এখনও পর্যন্ত ১৩টি ওডিআই ম্যাচ খেলেছেন নাসিম। তিনি প্রতিটি ম্যাচেই অন্তত ১টি করে উইকেট নিয়েছেন। ফলে বোলারদের নিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান শিবির। রবিবারও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি পাকিস্তানের বোলাররা।
আরও পড়ুন-
Asia Cup 2023: শ্রীলঙ্কার কাছে হার, এশিয়া কাপে ১ ম্যাচ বাকি থাকতেই বিদায় বাংলাদেশের
India Vs Pakistan: পাকিস্তানের পেসারদের সামাল দেওয়াই চ্যালেঞ্জ, তৈরি শুবমানরা
Virat Kohli and Hardik Pandya : ভারত-নেপাল ম্যাচে সৌজন্যের পরিচয় দিলেন বিরাট-হার্দিক