Asia Cup 2023: রবিবারও বৃষ্টির জন্য ভেস্তে যাবে ভারত-পাকিস্তান ম্যাচ?

চলতি এশিয়া কাপে ৩ বার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্যায়ের ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। এবার সুপার ফোর পর্যায়ের ম্যাচ হতে চলেছে।

১২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে গ্রুপ এ-র ম্যাচ মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। কিন্তু সেই ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নামে। কিন্তু বৃষ্টির জন্য পাকিস্তানের ইনিংস শুরুই করা সম্ভব হয়নি। ফলে ২ দল ১ পয়েন্ট করে পায়। এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিরুদ্ধে ২৩৮ রানে জয় পায় পাকিস্তান। এরপর ভারতের বিরুদ্ধে ১ পয়েন্ট পাওয়ায় সহজেই সুপার ফোরের যোগ্যতা অর্জন করেন বাবর আজমরা। গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারিয়ে ভারতীয় দলও সুপার ফোর পর্যায়ের যোগ্যতা অর্জন করেছে। বুধবার শুরু হয়েছে সুপার ফোর পর্যায়। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এরপর ১০ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের আশা, এবার আর বৃষ্টি হবে না, ভালোভাবে শেষ হবে ম্যাচ।

আবহাওয়ার যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে অবশ্য ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত হয়ে ওঠার কোনও কারণ নেই। রবিবারও কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন সকালে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। বিকেলের পর তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিশেষ করে ম্যাচের শুরুর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত যত বাড়বে, বৃষ্টির বেগও পাল্লা দিয়ে বেড়ে যেতে পারে। ফলে চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তানের দ্বিতীয় সাক্ষাৎকারও ভেস্তে যেতে পারে।

Latest Videos

আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুধু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের দিনই নয়, এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে ভারতের বাকি ২ ম্যাচের সময়ও বৃষ্টি হতে পারে। ১২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। এরপর ১৫ সেপ্টেম্বর ভারত-বাংলাদেশ ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১১ সেপ্টেম্বর কলম্বোয় ভারী বৃষ্টি হতে পারে। এরপর ১২ সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। ফলে এই ম্যাচেও বিঘ্ন ঘটতে পারে। ভারত-বাংলাদেশ ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। ফলে ম্যাচে বিঘ্ন ঘটার আশঙ্কাও কম।

আবহাওয়ার কারণে কলম্বো থেকে হাম্বানটোটায় এশিয়া কাপের সুপার ফোর পর্যায় এবং ফাইনাল ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সব ম্যাচই হবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে। ফলে বৃষ্টির জন্য আরও ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন-

Asia Cup 2023: এশিয়া কাপের সুপার ফোরে কবে কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত?

ODI World Cup 2023: বিশ্বকাপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, বাদ মার্নাস লাবুশেন

সমুদ্রতীরে বালিতে বিরাট কোহলির ছবি আঁকলেন দুই পাকিস্তানি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari