বুধবার এশিয়া কাপের সুপার ফোর পর্যায় শুরু হচ্ছে। ভারতীয় দলের প্রথম ম্যাচের অবশ্য এখনও কয়েকদিন দেরি আছে। এখন শ্রীলঙ্কায় অনুশীলনে ব্যস্ত রোহিত শর্মারা।
বুধবার এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এটাই এবারের এশিয়া কাপে পাকিস্তানে শেষ ম্যাচ। এরপর বাকি ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া সুপার ফোরে বাকি ২ দল হল ভারত ও শ্রীলঙ্কা। মঙ্গলবার গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে সুপার ফোরের যোগ্যতা অর্জন করেছে শ্রীলঙ্কা। গ্রুপ এ-র শীর্ষে আছে পাকিস্তান। দ্বিতীয় স্থানে ভারত। গ্রুপ বি-র শীর্ষে শ্রীলঙ্কা এবং দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সুপার ফোর পর্যায়ে মোট ৬টি ম্যাচ হবে। তারপর ১৭ সেপ্টেম্বর ফাইনাল। বুধবারের ম্যাচটি লাহোরে হলেও, এরপর চলতি এশিয়া কাপের বাকি সব ম্যাচই হবে কলম্বোয়। আবহাওয়ার কারণে শ্রীলঙ্কার রাজধানী থেকে ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু পাল্লেকেলে বা ডাম্বুলাতেও বৃষ্টির পূর্বাভাস থাকায় কলম্বোতেই হচ্ছে সব ম্যাচ।
বুধবারের পর এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ের দ্বিতীয় ম্যাচ হবে ৯ সেপ্টেম্বর। সেই ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১০ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। গ্রুপ এ-তে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। ক্রিকেটপ্রেমীদের আশা, এবার আর বৃষ্টি হবে না। ২ দলই পুরো সময় ব্যাটিং ও বোলিং-ফিল্ডিং করার সুযোগ পাবে। ১২ সেপ্টেম্বর সুপার ফোর পর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ১৪ সেপ্টেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। ১৫ সেপ্টেম্বর সুপার ফোর পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। কলম্বোয় সব ম্যাচই হবে আর প্রেমদাসা স্টেডিয়ামে। সুপার ফোর ও ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩টেয়।
চলতি এশিয়া কাপে অন্যতম সেরা ম্যাচ হয়েছে মঙ্গলবার। অল্পের জন্য জয় পায়নি আফগানিস্তান। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৯১ রান করে শ্রীলঙ্কা। ৮৪ বলে ৯২ রান করেন কুশল মেন্ডিস। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ৪১ রান করেন পথুম নিশাঙ্ক। ৩৬ রান করেন চরিত আসালাঙ্কা। ৩৩ রান করে অপরাজিত থাকেন দুনিথ ওয়েল্লালাগে। ৩২ রান করেন দিমুথ করুণারত্নে। আফগানিস্তানের হয়ে ৬০ রান দিয়ে ৪ উইকেট নেন গুলাবদিন নায়েব।৬৩ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ খান। রান তাড়া করতে নেমে ৩৭.৪ ওভারে ২৮৯ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ৬৫ রান করেন মহম্মদ নবি। ৫৯ রান করেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। ৪৫ রান করেন রহমত শাহ। ১৬ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন রশিদ। শ্রীলঙ্কার হয়ে ৭৯ রান দিয়ে ৪ উইকেট নেন কাসুন রঞ্জিতা। ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন ওয়েল্লালাগে। ১২ রান দিয়ে ২ উইকেট নেন ধনঞ্জয় ডি সিলভা।
আরও পড়ুন-
ODI World Cup 2023: বিশ্বকাপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, বাদ মার্নাস লাবুশেন
সমুদ্রতীরে বালিতে বিরাট কোহলির ছবি আঁকলেন দুই পাকিস্তানি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়