ODI World Cup 2023: বিশ্বকাপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, বাদ মার্নাস লাবুশেন

Published : Sep 06, 2023, 11:47 AM ISTUpdated : Sep 06, 2023, 09:25 PM IST
smith marnus labuschagne

সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ১০টি দলেরই প্রস্তুতি তুঙ্গে। একে একে দলগুলি বিশ্বকাপের জন্য চূড়ান্ত সদস্যদের নাম ঘোষণা করছে।

বুধবার ওডিআই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে রাখা হয়েছে- প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স কেরি, জশ ইনগ্লিস, শন অ্যাবট, অ্যাশটন আগর, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ককে। প্রথমসারির খেলোয়াড়দের নিয়েই অস্ট্রেলিয়া দল গঠন করা হয়েছে। তবে যাঁরা বাদ পড়েছেন তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম মার্নাস লাবুশেন। এছাড়া টি-২০ ফর্ম্যাটে দলের নিয়মিত সদস্য টিম ডেভিডেরও এই দলে জায়গা হয়নি। নাথান এলিস ও তনভীর সাংঘাকেও দলে রাখা হয়নি।

দল সম্পর্কে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রধান নির্বাচক জর্জ বেইলি আশা প্রকাশ করেছেন, কবজির চোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে না পারা স্মিথ ও কামিন্স, কুঁচকির চোট পাওয়া স্টার্ক, গোড়ালির চোট পাওয়া ম্যাক্সওয়েল ওডিআই বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে খেলতে পারবেন। সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিশ্বকাপে খেলা নিয়েও বিন্দুমাত্র সংশয়ে নেই বেইলি। তিনি বলেছেন, ‘স্মিথ, কামিন্স, স্টার্ক, ম্যাক্সওয়েল চলতি সপ্তাহেই ফিট হয়ে যাবে। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজেও খেলবে ওরা। ওডিআই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণার আগে এখনও ৮টি ওডিআই ম্যাচ খেলব আমরা। দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিরুদ্ধে সিরিজ আছে। এরপর আমরা বিশ্বকাপের জন্য ২টি প্রস্তুতি ম্যাচ খেলব। ফলে বিশ্বকাপের প্রস্তুতির জন্য যথেষ্ট সুযোগ পাচ্ছি আমরা।’

 

 

ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অন্যতম ভরসা অলরাউন্ডার অ্যাবট। স্পিন বোলিং বিভাগের ভরসা আগর ও জাম্পা। দলে রাখা হয়েছে ২ জন উইকেটকিপার-ব্যাটারকে। তাঁরা হলেন কেরি ও ইনগ্লিস।

এর আগে গত মাসে ওডিআই বিশ্বকাপের জন্য ১৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলে জায়গা পেয়েছিলেন অ্যারন হার্ডি, এলিস ও তনভীর। কিন্তু ১৫ জনের দল থেকে তাঁদের বাদ পড়তে হল। কামিন্সই ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতৃত্বে থাকছেন। এটাই ওয়ার্নারের কেরিয়ারের শেষ ওডিআই বিশ্বকাপ হতে চলেছে। ভারতের প্রতি আলাদা টান রয়েছে এই ব্যাটারের। ফলে ভারতে ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হচ্ছেন ওয়ার্নার। স্মিথেরও হয়তো এটাই শেষ ওডিআই বিশ্বকাপ। তিনিও ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া। অস্ট্রেলিয়া দল এখন দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে ব্যস্ত। সেখান থেকেই ভারতে চলে আসবেন কামিন্সরা।

আরও পড়ুন-

Indian Team for WC: বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতীয় দলের ঘোষণা, দেখে নিন কারা জায়গা পেলেন চূড়ান্ত তালিকায়

India Vs Nepal: ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে, নেপালের বিরুদ্ধে জয়ের পর বার্তা রোহিতের

সমুদ্রতীরে বালিতে বিরাট কোহলির ছবি আঁকলেন দুই পাকিস্তানি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: দলে রদবদল হচ্ছে, নিলামে কাদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর?
IPL Brand Value: সানরাইজার্স এবং আরসিবির ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে বড় পরিবর্তন, কোথায় দাঁড়িয়ে দুই দল?