India Vs Pakistan: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং ভারতের

Published : Sep 02, 2023, 02:47 PM ISTUpdated : Sep 02, 2023, 03:20 PM IST
India vs Pakistan

সংক্ষিপ্ত

জয় দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু করার লক্ষ্যে খেলতে নেমেছে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সবসময়ই কঠিন। ভালো পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নিয়ে চাইছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করছে ভারতীয় দল। ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করছি। আবহাওয়া নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। তবে আমরা সেটা নিয়ে ভেবে বিশেষ কিছু করতে পারব না। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পর আমরা কিছুদিন বিশ্রাম পেয়েছি। সবাই নিজেদের ফিট রেখেছে। বেঙ্গালুরুতে আমরা চ্যালেঞ্জের মোকাবিলা করেছি। এবার দেখা যাক এই টুর্নামেন্ট থেকে কী অর্জন করতে পারি। এই টুর্নামেন্টে ভালো প্রতিপক্ষ আছে। এটা ভালো টুর্নামেন্ট। আমরা দল হিসেবে কী অর্জন করতে পারি সেটা দেখতে হবে। শ্রেয়াস আইয়ার দলে ফিরেছে। জসপ্রীত বুমরাও দলে ফিরেছে। আমাদের দলে ৩ জন সিমার আছে। ২ জন স্পিনার খেলছে। স্পিনাররা হল কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।’

এই ম্যাচে ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ঈশান কিষান (উইকেটকিপার), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।

পাকিস্তানের হয়ে খেলছেন- ফকর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।

পাকিস্তানের অধিনায়ক বাবর বলেছেন, ‘আমরা টসে জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতাম। কিন্তু টস আমাদের হাতে নেই। আমরা এখানে অনেক ম্যাচ খেলেছি। সেই কারণে আমরা পরিবেশ-পরিস্থিতি জানি। এশিয়া কাপে সেরা দলগুলি খেলছে। সেই কারণে এশিয়া কাপ ভালো টুর্নামেন্ট। আমরা সেরা পারফরম্যান্স দেখানোর চেষ্টা করব। আমাদের দলে কোনও বদল হয়নি। একই দল খেলছে। ভালো পারফরম্যান্স দেখালে সবসময় আত্মবিশ্বাস বেড়ে যায়। আমরা সেই আত্মবিশ্বাস কাজে লাগানোর চেষ্টা করব। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজক। আমাদের শান্ত থাকতে হচ্ছে।’

দীর্ঘদিন পর দলে ফিরে শ্রেয়াস বলেছেন, ‘আমি ভাবতেই পারিনি এশিয়া কাপে খেলতে পারব। চোট সারানোর প্রক্রিয়া স্থিতিশীল হলেও, ফিট হতে সময় লাগছিল। এশিয়া কাপের দল বাছাইয়ের এক সপ্তাহ আগে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছি। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ খেলা নিয়ে আমি উত্তেজিত। আমাদের ড্রেসিংরুমের পরিবেশ খুব ভালো। আমরা সবাই এই ম্যাচের জন্য তৈরি।’

আরও পড়ুন-

Babar Azam-Virat Kohli: 'বিরাট কোহলির মন্তব্যে গর্বিত,' জানালেন বাবর আজম

Asia Cup 2023: ফিট হতে এখনও সময় লাগবে, এশিয়া কাপের দলে রাহুলকে রেখে ভুল করল ভারত?

Rishabh Pant : ভারতীয় দলের অনুশীলনে ঋষভ পন্থ, সতীর্থদের দিলেন উৎসাহ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

হাসপাতালে যশস্বী জয়সওয়াল! রাজস্থানকে হারানোর পরই অসুস্থ তারকা ব্যাটসম্যান
IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?