India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে ৪ নম্বরে ব্যাটিং করবেন বিরাট?

শনিবার এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের প্রতিপক্ষ বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের পাকিস্তান।

শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। শুক্রবারই প্রথম একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ভারতীয় দলের প্রথম একাদশ এখনও ঘোষণা করা হয়নি। ফলে কারা খেলবেন এবং ব্যাটিং অর্ডার কী হবে, সেটা নিয়ে জল্পনা চলছে। কে এল রাহুল খেলতে পারবেন না। তবে চোট সারিয়ে দলে ফেরা শ্রেয়াস আইয়ার খেলার সুযোগ পেতে পারেন। উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলবেন ঈশান কিষান। তিনি হয়তো মিডল অর্ডারে ব্যাটিং করবেন। ওপেন করবেন অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান গিল। বিরাট কোহলি ৩ নম্বরে না ৪ নম্বরে ব্যাটিং করবেন, সেটা নিয়ে জল্পনা চলছে। সুনীল গাভাসকরের মতে, বিরাটের ৪ নম্বরে ব্যাটিং করা উচিত নয়। কিন্তু ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের ৪ নম্বর পজিশন নিয়ে বেশ কিছুদিন ধরে সমস্যা চলছে। বিরাট যদি ৩ নম্বরেই ব্যাটিং করেন, তাহলে ৪ নম্বরে ব্যাটিং করতে পারেন শ্রেয়াস। এরপর সূর্যকুমার যাদব, ঈশান, হার্দিক ব্যাটিং করতে পারেন। বোলিং বিভাগে ভারতীয় দলের ভরসা জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা।

এখন আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান। সম্প্রতি অসাধারণ ফর্মে বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে পাকিস্তান। অসাধারণ শতরান করেছেন বাবর। ফলে ভারতের লড়াই মোটেই সহজ হবে না। যদিও ভারতীয় দল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ৪ বছর পর ওডিআই ফর্ম্যাটে ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। শেষবার ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে ২ দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারতই জয় পেয়েছিল। তারপর একাধিকবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ হয়েছে। ২ দলই জয় পেয়েছে। তবে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল চমকপ্রদ জয় ছিনিয়ে নেয়। সেই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখান বিরাট ও হার্দিক। তাঁদের কাছ থেকে শনিবারও একইরকম পারফরম্যান্সের আশায় দল।

Latest Videos

ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ১৩টি ম্যাচ হয়েছে। তার মধ্যে ৭টি ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। ২০১৮ সালের এশিয়া কাপে শেষবার লড়াই হয়েছিল। সেই ম্যাচে ভারতই জয় পায়। ২০১৮ সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। এবারও জয় পেতে মরিয়া রোহিত-বিরাটরা। ভারতীয় দল ভালোভাবে প্রস্তুতি নিয়েই শ্রীলঙ্কা গিয়েছে। ওডিআই বিশ্বকাপের আগে এশিয়া কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে সব দলই ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া।

আরও পড়ুন-

Indian Cricket Team : এশিয়া কাপে শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ

Babar Azam-Virat Kohli: 'বিরাট কোহলির মন্তব্যে গর্বিত,' জানালেন বাবর আজম

Asia Cup 2023: ফিট হতে এখনও সময় লাগবে, এশিয়া কাপের দলে রাহুলকে রেখে ভুল করল ভারত?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফর্মুলা রেডি, PM Modi এমন টাইট দেবে Bangladesh ছেড়ে পালাবে ইউনূস : শুভেন্দু | Suvendu Adhikari
বাড়ির মধ্যেই বাঙ্কার! পুলিশ গিয়ে খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১ মহিলা | Burdwan News | Memari News
ধান আনতে গিয়ে চরম বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর, দেখুন | Hooghly News Today
Mamata Banerjee Live: অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মমতা, দেখুন সরাসরি
লুকিয়ে আছে জঙ্গলে, যে কোন মুহূর্তে লোকালয়ে ঢুকতে পারে বাঘ! Tiger spotted in Kultali | Bangla News