India vs Pakistan: 'পাকিস্তানের বোলারদের সামাল দিতে অভিজ্ঞতা ব্যবহার করতে হবে,' বার্তা রোহিতের

Published : Sep 02, 2023, 01:25 AM ISTUpdated : Sep 02, 2023, 01:34 AM IST
rohit sharma records

সংক্ষিপ্ত

শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই। এই ম্যাচে মূলত ভারতের ব্যাটারদের সঙ্গে পাকিস্তানের বোলারদের লড়াই। তবে ভারতের বোলিং লাইনআপ এবং পাকিস্তানের ব্যাটিং লাইনআপও শক্তিশালী।

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জয়ের জন্য অভিজ্ঞতার উপরেই ভরসা রাখছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের আগের দিন তিনি বলেছেন, 'আমাদের নেটে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফের মতো বোলার নেই। আমাদের দলে যে বোলাররা আছে, তাদের সঙ্গেই অনুশীলন করি। আমাদের দলের সব বোলারই ভালো। আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।' পাকিস্তানের বোলিং লাইনআপ শক্তিশালী। তবে ভারতের ব্যাটিং লাইনআপও যথেষ্ট শক্তিশালী। রোহিত, বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান, সূর্যকুমার যাদবের মতো ব্যাটারদের পাশাপাশি রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডাররাও আছেন। ফলে পাকিস্তানের বোলারদের সামলানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় দল।

ভারতীয় দলের বোলিং লাইনআপও যথেষ্ট শক্তিশালী। বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের চাপে ফেলতে তৈরি জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বুমরা। কৃষ্ণ ও শ্রেয়াস চোট সারিয়ে দলে ফিরেছেন। তবে সেটা নিয়ে চিন্তিত নন রোহিত। তিনি বলেছেন, 'এশিয়া কাপ কোনওভাবেই ফিটনেস টেস্ট নয়। এশিয়ার সেরা ৬টি দল এই টুর্নামেন্টে খেলছে। ফলে এটি অনেক বড় টুর্নামেন্ট। ফিটনেস টেস্ট, ফিটনেস ক্যাম্প, সবই হয়েছে বেঙ্গালুরুতে। এবার আমাদের এগিয়ে যেতে হবে। মাঠে নেমে খেলতে হবে এবং এই টুর্নামেন্টে কী অর্জন করতে পারি, সেটা দেখতে হবে।'  

এশিয়া কাপের প্রথম ২ ম্যাচে খেলতে পারবেন না কে এল রাহুল। তবে দলের বাকিরা ফিট। ফলে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে খুশি রোহিত। তিনি বলেছেন, 'দল বাছাই নিয়ে কোনও মাথাব্যথা থাকার বদলে কাদের দলে রাখব সেই মাথাব্যথাই আমি পছন্দ করি। সবসময় একঝাঁক খেলোয়াড়ের মধ্যে থেকে দল বেছে নেওয়া ভালো। খেলার সুযোগ পাওয়ার জন্য দলের সবার মধ্যে প্রতিযোগিতা ভালো। কাদের খেলানো হবে সেটা ঠিক করা আমাদের কাছে কঠিন ব্যাপার। তবে আমাদের দলের আর কেউ যাতে চোট না পায়, সেটা নিশ্চিত করতে হবে। সেটা আমাদের দলের পক্ষে ভালো হবে।'

পাকিস্তানের বিরুদ্ধে কাদের খেলানো হবে, সে ব্যাপারে অবশ্য কোনও ইঙ্গিত দেননি রোহিত। তিনি জানিয়েছেন, পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী দল বাছাই করা হবে। দলের সবাই যথেষ্ট অভিজ্ঞ। এই ধরনের ম্যাচে কীভাবে খেলতে হয় সেটা সবারই জানা। ফলে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় দল।

আরও পড়ুন-

India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে ৪ নম্বরে ব্যাটিং করবেন বিরাট?

Indian Cricket Team : এশিয়া কাপে শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ

Babar Azam-Virat Kohli: 'বিরাট কোহলির মন্তব্যে গর্বিত,' জানালেন বাবর আজম

PREV
click me!

Recommended Stories

হাসপাতালে যশস্বী জয়সওয়াল! রাজস্থানকে হারানোর পরই অসুস্থ তারকা ব্যাটসম্যান
IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?