প্রয়োজনে সবাইকে যে কোনও পজিশনে ব্যাটিং করার জন্য তৈরি থাকতে হবে, বার্তা রোহিতের

সোমবার নয়াদিল্লিতে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। দল নির্বাচনী বৈঠকে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

সম্প্রতি ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের ৪ নম্বর পজিশন নিয়ে সমস্যা দেখা গিয়েছে। চোটের জন্য গত কয়েক মাস দলের বাইরে ছিলেন কে এল রাহুল ও শ্রেয়াস আইয়ার। ওডিআই ফর্ম্যাটে একেবারেই ভালো ফর্মে নেই সূর্যকুমার যাদব। এশিয়া কাপের দলে ফেরানো হয়েছে রাহুল ও শ্রেয়াসকে। প্রথমবার ওডিআই ফর্ম্যাটে সুযোগ পেয়েছেন তিলক ভার্মা। ফলে এশিয়া কাপে ভারতীয় দলের মিডল অর্ডার নিয়ে সমস্যা থাকবে না বলেই আশা করা হচ্ছে। যদিও ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা নির্দিষ্ট ব্যাটিং অর্ডারে বিশেষ কোনও খেলোয়াড়কে নিয়ে ভাবছেন না। তাঁরা সাফ কথা, সব ব্যাটারকেই যে কোনও পজিশনে ব্যাটিং করার জন্য তৈরি থাকতে হবে। তাঁরা দলে সেরকম ক্রিকেটারদেরই চাইছেন।

এশিয়া কাপের দল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত বলেছেন, 'দলে এমন কোনও খেলোয়াড় থাকলে হবে না যে বলবে সে নির্দিষ্ট পজিশনে ব্যাটিং করলে ভালো হয়। আমরা দলে এমন খেলোয়াড়দের চাই, যারা প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাটিং করতে পারবে। শুধু এখন বলে নয়, অনেক বছর ধরেই এটা চলে আসছে। দলের সবাইকে এই বার্তা দেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ক্লাব ক্রিকেট নয়। দলের প্রয়োজনে সবাইকে যে কোনও পজিশনে ব্যাটিং করার জন্য তৈরি থাকতে হবে।'

Latest Videos

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে ৪ নম্বরে একাধিক ব্যাটারকে খেলানো হয়েছে। কিন্তু এই পজিশন নিয়ে সমস্যা রয়েই গিয়েছে। কোনও ব্যাটারই ৪ নম্বরে নিজের জায়গা পাকা করতে পারেননি। এ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘আমরা নির্দিষ্ট পজিশনে একজন ব্যাটারকে আঁকড়ে থাকতে চাই না। সংশ্লিষ্ট খেলোয়াড় না খেললে দল যাতে অক্ষম না হয়ে পড়ে, সেটা নিশ্চিত করতে হবে। দলে কারও নির্দিষ্ট পজিশন নেই। তবে আমরা চাই দলের সবাই সেরা পারফরম্যান্স দেখাক। দলের সব খেলোয়াড়কে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। দলের সবাইকে নমনীয় হতে হবে।’

ওডিআই বিশ্বকাপ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘আমি ফেভারিট তকমা নিয়ে ভাবতে রাজি নই। বাইরের সবাই এই ছবি তৈরি করতে পারে। আমাদের ভালো খেলতে হবে। আমরা জানি, সব দলই লড়াই করার জন্য তৈরি। আমরা দেশের মাটিতে খেলার সামান্য সুবিধা পেতে পারি। কিন্তু এর বেশি কিছু নয়। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এশিয়া কাপ উপযুক্ত টুর্নামেন্ট। আমাদের পরীক্ষা হয়ে যাবে।’

আরও পড়ুন-

স্বপ্নের ওডিআই একাদশ বাছলেন শিখর ধাওয়ান, সেরা ব্যাটার বিরাট কোহলি

এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন রাহুল-শ্রেয়াস, প্রথমবার ওডিআই দলে তিলক

Harbhajan Singh : মায়ামিতে পুরনো সতীর্থদের সঙ্গে সমুদ্র ভ্রমণে হরভজন সিং

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
'TATA-কে তাড়িয়ে সিঙ্গুর নয়, নন্দীগ্রামের জন্যই পিসি আজ মুখ্যমন্ত্রী' চরম কথা Suvendu Adhikari-র
আজ ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? বড় আপডেট দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Nandigram
কুলতলিতে ঘুরে বেড়াচ্ছে বাঘ! দেখুন | Kultali Tiger | #shorts | #tigers | #sundarban | #shortsvideo
'আখতার আলীর চরম সর্বনাশ করবে তৃণমূল', আশঙ্কা প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর | Adhir Ranjan Chowdhury