এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন রাহুল-শ্রেয়াস, প্রথমবার ওডিআই দলে তিলক

সোমবার নয়াদিল্লিতে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করে ভারতীয় দল বেছে নিলেন নির্বাচকরা।

এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল বিসিসিআই। সঙ্গে স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে। ভারতীয় দলের সঙ্গেই শ্রীলঙ্কায় যাচ্ছেন এই উইকেটকিপার-ব্যাটার। এশিয়া কাপে ভারতীয় দলে রাখা হয়েছে- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কে এল রাহুল, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণকে। চোট সারিয়ে দলে ফিরলেন রাহুল ও শ্রেয়াস। আয়ারল্যান্ড সফরে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বুমরা। তিনি ফিটনেসেরও প্রমাণ দিয়েছেন। স্বাভাবিকভাবেই তাঁকে এশিয়া কাপের দলে রাখা হল। প্রথমবার ওডিআই দলে ডাক পেলেন তিলক। মিডল অর্ডারে বাঁ হাতি ব্যাটার হিসেবে খেলার সুযোগ পেতে পারেন তিলক। চোট সারিয়ে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে ফিরেছেন কৃষ্ণ। তিনি ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। সেই কারণেই এশিয়া কাপের দলে জায়গা পেলেন। 

অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে এশিয়া কাপের দলে রাখা হল না। তাঁকে ওডিআই বিশ্বকাপের দলেও হয়তো রাখা হবে না। প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, ৫ সেপ্টেম্বরের পর বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। এশিয়া কাপের দলে বদল হওয়ার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত দিয়েছেন আগরকর। ফলে অশ্বিনের আর বিশ্বকাপ খেলা হচ্ছে না।

Latest Videos

এশিয়া কাপ ও বিশ্বকাপের দল বাছাই প্রসঙ্গে ভারতের অধিনায়ক রোহিত বলেছেন, 'দলে হার্দিকের ভূমিকা অত্যন্ত স্পষ্ট। ও ব্যাটিং করবে, নির্দিষ্ট ওভার বোলিং করবে এবং ফিল্ডিং করবে। ও যদি সেটা করতে পারে, তাহলে দলে ভারসাম্য থাকবে। আমি আন্ডারডগ বা ফেভারিট তকমায় বিশ্বাস করি না। জেতার জন্য ভালো খেলতে হবে। সব দলই জেতার জন্য আসছে। সব ম্যাচেই কঠিন লড়াই হবে। দেশের মাটিতে খেলা হওয়ায় আমরা একটু সুবিধা পাব ঠিকই, কিন্তু এখন অনেক বিদেশি ক্রিকেটারই ভারতে খেলছে। ফলে আমরা খুব বেশি সুবিধা পাব না।' 

ভারতীয় দলে অলরাউন্ডারের অভাব প্রসঙ্গে রোহিত বলেছেন, 'আমরা রাতারাতি এমন ব্যাটার তৈরি করতে পারব না যারা বোলিং করতে পারে। আশা করি শর্মা ও কোহলি হাত ঘোরাবে।' আগরকর এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি বিরাট ও রোহিতকে বুঝিয়েছি। ওরা বোলিং করবে।’

এশিয়া কাপ খেলতে বৃহস্পতিবার শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে ভারতীয় দল। তার আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে জড়ো হবেন ভারতীয় দলে থাকা ক্রিকেটাররা।

আরও পড়ুন-

রুতুরাজ-রিঙ্কুর দুর্দান্ত ব্যাটিং, কৃষ্ণর নিয়ন্ত্রিত বোলিং, সিরিজ জয় ভারতের

Harbhajan Singh : মায়ামিতে পুরনো সতীর্থদের সঙ্গে সমুদ্র ভ্রমণে হরভজন সিং

পরপর ২ দিন ম্যাচ আয়োজন সম্ভব নয়, বিসিসিআই-কে জানিয়ে দিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর