স্বপ্নের ওডিআই একাদশ বাছলেন শিখর ধাওয়ান, সেরা ব্যাটার বিরাট কোহলি

১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বিরাট কোহলি। তাঁর রেকর্ড অসাধারণ। সচিন তেন্ডুলকরের পর সফলতম ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিরাট।

ভারতীয় ক্রিকেট মহলে শোনা যায়, বিরাট কোহলির সঙ্গে নাকি শিখর ধাওয়ানের সম্পর্ক খুব খারাপ। যদিও বাস্তবে সেটা দেখা যায় না। ওডিআই বিশ্বকাপের আগে স্বপ্নের ওডিআই একাদশ বেছে নিলেন ধাওয়ান। এই দলে আপাতত তিনি রেখেছেন সবচেয়ে পছন্দের ৫ জন ক্রিকেটারকে। সেরা ক্রিকেটার হিসেবে বিরাটকেই বেছে নিলেন ধাওয়ান। তিনি দলে রেখেছেন জাতীয় দলের সতীর্থ রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক, আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান ও দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে। বাকি ৬ জন ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করেননি ধাওয়ান। ফলে তাঁর পছন্দের সম্পূর্ণ একাদশ এখনও জানা যায়নি।

বিরাটকে প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে দলে রাখা প্রসঙ্গে ধাওয়ান বলেছেন, 'আমি প্রথমেই বেছে নিচ্ছি বিরাটকে। ও বিশ্বের সেরা ব্যাটার। ও পাগলের মতো রান করে চলেছে।' বিরাট ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপেও খেলেছেন বিরাট। এবার তিনি চতুর্থ ওডিআই বিশ্বকাপ খেলতে নামছেন। এবারও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে নামছেন বিরাট।

Latest Videos

ভারতের অধিনায়ক রোহিত সম্পর্কে ধাওয়ান বলেছেন, 'রোহিত অত্যন্ত অভিজ্ঞ ক্রিকেটার। ও আইসিসি টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজে অনেক রান করেছে। ও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেছে।' ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন না রোহিত। তবে তিনি ২০১৫ ও ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে খেলেন। এবার অধিনায়ক হিসেবে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলতে নামছেন রোহিত। দলকে চ্যাম্পিয়ন করাই তাঁর লক্ষ্য।

অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার স্টার্ক বিশ্বের অন্যতম সেরা। তিনি ২০১৫ ও ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে খেলেন। ২০১৯ সালের বিশ্বকাপে সর্বাধিক ২৭ উইকেট নেন স্টার্ক। তাঁকে পছন্দের দলে রাখা প্রসঙ্গে ধাওয়ান বলেছেন, ‘মিচেল স্টার্ক বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। সেই কারণে ওকে দলে রাখছি।’

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল-সহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন রশিদ। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে খেলেন এই অলরাউন্ডার। সেবার তিনি ৬ উইকেট নেন। এবারও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি রশিদ। তাঁর সম্পর্কে ধাওয়ান বলেছেন, ‘আমার স্বপ্নের ওডিআই দলের চতুর্থ খেলোয়াড় হবে রশিদ খান। ওকে রহস্যজনক বোলিং অ্যাকশনের জন্যই দলে রাখছি। আমি নিশ্চিত, ও ভারতে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠবে এবং অনেক উইকেট নেবে।’

রাবাদাকে পছন্দের দলে প্রসঙ্গে ধাওয়ান বলেছেন, ‘আমি শাহিন আফ্রিদিকে দলে রাখব না। কারণ, তাহলে ২ জন বাঁ হাতি পেসার হয়ে যাবে। তাই আমি রাবাদাকে দলে রাখব। ওর বলে অতিরিক্ত গতি ও বাউন্স আছে যা ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে।’

আরও পড়ুন-

এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন রাহুল-শ্রেয়াস, প্রথমবার ওডিআই দলে তিলক

রুতুরাজ-রিঙ্কুর দুর্দান্ত ব্যাটিং, কৃষ্ণর নিয়ন্ত্রিত বোলিং, সিরিজ জয় ভারতের

Harbhajan Singh : মায়ামিতে পুরনো সতীর্থদের সঙ্গে সমুদ্র ভ্রমণে হরভজন সিং

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে কীভাবে জিতেছে তৃণমূল? দেখুন কী বলছেন Suvendu Adhikari
বাবার অপমানে এ কী বললেন শুভেন্দু? #shorts #suvenduadhikari #tmcvsbjp
শুভেন্দুর বাবাকে চরম অপমান তৃণমূল বিধায়কের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন Suvendu Adhikari
গোপন অভিযানে ফের সাফল্য! Ranaghat পুলিশের কবলে Bangladeshi অনুপ্রবেশকারী | Bangladesh Immigrants
'মৌলবাদীরা কলকাতা দখল করলে দায়ী থাকবে মমতা', বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury-র