India Vs Pakistan: বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমলে কতটা সুবিধা হবে ভারতের?

বারবার ৩ বার। এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে সম্পৃত্ত হয়ে গিয়েছে বৃষ্টি। ভারত-পাকিস্তান ম্যাচের ৩ দিনই শ্রীলঙ্কায় হল বৃষ্টি।

এবারের এশিয়া কাপে প্রথমবার ভারতের বিরুদ্ধে ব্যাটিং করার সুযোগ পেয়েছে পাকিস্তান। কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। ৩৫৭ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়ার কথা বোধহয় পাকিস্তানের কোনও সমর্থকই ভাবছেন না। কিন্তু বৃষ্টির জন্য যদি ওভার সংখ্যা কমানো হয়, তাহলে পাকিস্তানের ব্যাটারদের কাজ আরও কঠিন হয়ে যাবে। কারণ, ভারতীয় দল কম উইকেট হারিয়ে বিশাল স্কোর করেছে। ফলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাকিস্তানের টার্গেট কঠিনই হবে। এখনও পর্যন্ত সরকারিভাবে ওভার সংখ্যা কমানোর কথা ঘোষণা করা হয়নি। তবে ওভার সংখ্যা কমানোর সম্ভাবনাই বেশি। পাকিস্তানের ইনিংসে ২৬ ওভার খেলা হলে সংশোধিত টার্গেট হবে ২৪৪। ২৪ ওভার খেলা হবে টার্গেট হবে ২৩০। ২২ ওভার খেলা হলে টার্গেট হবে ২১৬। ২০ ওভার খেলা হলে টার্গেট হবে ২০০। ফলে পাকিস্তানের কাজ অত্যন্ত কঠিন।

বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার সময় পাকিস্তানের স্কোর ২ উইকেটে ২ উইকেটে ৪৪। ক্রিজে ফকর জামান (১৪) ও মহম্মদ রিজওয়ান (১)। আউট হয়ে গিয়েছেন ইমাম-উল-হক (৯) ও অধিনায়ক বাবর আজম (১০)। পাকিস্তানের ইনিংসের ১৭ রানের মাথায় জসপ্রীত বুমরার বলে শুবমান গিলকে ক্যাচ দেন ইমাম। প্রথম ওভারেই বাবরকে বোল্ড করে দেন হার্দিক পান্ডিয়া। তিনি ১ ওভার বোলিং করে ১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। বুমরা ৫ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ ৫ ওভার বোলিং করে ২৩ রান দিয়েছেন। এই পেসার এখনও উইকেট পাননি।

Latest Videos

পাকিস্তানের ইনিংসে এখনও পর্যন্ত ১১ ওভার হয়েছে। ম্যাচের ফল নির্ধারিত হওয়ার জন্য অন্তত ২০ ওভার হওয়া জরুরি। ভারতের সমর্থকদের আশা, যত রাতই হোক না কেন, পাকিস্তানের ইনিংসে আর ৯ ওভার যেন হয়ে যায়। তাহলেই স্মরণীয় জয় পাবে ভারত। বিরাট কোহলি, কে এল রাহুল, রোহিত শর্মা, শুবমান গিল যেভাবে ব্যাটিং করেছেন, তাতে এই ম্যাচের কোনও ফল না হলে সেটা ভারতীয় দলের জন্য অত্যন্ত হতাশাজনক হবে।

কখন খেলা ফের শুরু করা সম্ভব হবে, সেটা এখনও জানা যায়নি। আম্পায়াররা মাঠ পরিদর্শন করেছেন। মাঠকর্মীরা পিচ ও আউটফিল্ড খেলার উপযুক্ত করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পরিস্থিতি যা, তাতে এই ম্যাচ শুরু করতে এখনও সময় লাগবে।

আরও পড়ুন-

India Vs Pakistan: পাকিস্তানে ৩৫৬ ধারা জারি করলেন বিরাট কোহলি-কে এল রাহুল

India Vs Pakistan: শতরানে স্বপ্নের প্রত্যাবর্তন রাহুলের, ওডিআই-তে ১৩০০০ রান বিরাটের

পোষ্য সারমেয়কে নিয়ে মেতে জেমাইমা রডরিগেজ, ভিডিও শেয়ার সোশ্যাল মিডিয়ায়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report