সংক্ষিপ্ত
চোট সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই অসাধারণ পারফরম্যান্স কে এল রাহুলের। ওডিআই বিশ্বকাপের আগে দলকে ভরসা দিলেন এই উইকেটকিপার-ব্যাটার।
এশিয়া কাপের দলে কে এল রাহুলকে রাখা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। নানা মত প্রকাশ করেছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু চোট সারিয়ে খেলার সুযোগ পেয়েই ফের নিজেকে প্রমাণ করলেন কে এল রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে শতরানের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হল রাহুলের। তাঁর এই ইনিংস ওডিআই ফর্ম্যাটে ৪ নম্বর ব্যাটিং পজিশন নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা দূর করে দিল। ওডিআই বিশ্বকাপে ৪ নম্বরে হয়তো রাহুলকেই ব্যাটিং করতে পাঠানো হবে। ওডিআই ফর্ম্যাটে ষষ্ঠ শতরান করলেন রাহুল। তাঁর পাশাপাশি শতরান করলেন বিরাট কোহলিও। এই শতরানের মাধ্যমে ওডিআই ফর্ম্যাটে ১৩,০০০ রান পূর্ণ করলেন বিরাট। ওডিআই ফর্ম্যাটে ৪৭-তম শতরান হয়ে গেল বিরাটের। তিনি এখন সচিন তেন্ডুলকরকে তাড়া করছেন। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম বিরাটের প্রিয় মাঠ। এই মাঠে টানা ৪ ম্যাচে শতরান করেছেন এই তারকা ব্যাটার।
রবিবার রোহিত শর্মা ও শুবমান গিল আউট হয়ে যাওয়ার পর ভারতের ইনিংসের হাল ধরেন বিরাট ও রাহুল। তবে বৃষ্টির জন্য তাঁদের পক্ষে বেশিক্ষণ খেলা সম্ভব হয়নি। সোমবারও আউটফিল্ড ভিজে থাকায় দেরিতে খেলা শুরু হয়। পরিবেশ-পরিস্থিতি ব্যাটারদের সহায়ক ছিল না। ভারতের ব্যাটিং লাইনআপকে দ্রুত গুটিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফরা। কিন্তু বিরাট ও রাহুল বড় রান করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তাঁদের থামানোর কোনও উপায় খুঁজে পায়নি পাকিস্তানের বিখ্যাত পেস বোলিং লাইনআপ। শনিবার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দাবি করেছিলেন, তাঁদের দল কিছুটা এগিয়ে থেকে খেলতে নামছে। কিন্তু খেলা হয় মাঠে। মুখে বলে কিছু লাভ হয় না। ২২ গজে নিজেদের প্রমাণ করতে হয়। সেটা করে দেখালেন রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে বেশিরভাগ ম্যাচেই বড় রান আছে বিরাটের। ফলে নিজের কথা গিলতে হবে বাবরকে।
১২৩ রানে ভারতীয় দলের দ্বিতীয় উইকেট পড়ার পর শুরু হয় বিরাট-রাহুলের পার্টনারশিপ। তাঁরা দলকে পৌঁছে দিলেন ৩৫৬ রানে। শেষ ওভারে ১৮ রান দিলেন ফাহিম আশরফ। শেষ ৩ বলে বিরাট মারলেন ২টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। ৯৪ বলে ১২২ রান করে অপরাজিত থাকলেন বিরাট। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। রাহুল ১১১ রান করে অপরাজিত থাকলেন। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি।
আরও পড়ুন-
Shoaib Akhtar: সচিন তেন্ডুলকরের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন শোয়েব আখতার!
India Vs Pakistan: সদ্য বাবা হওয়া জসপ্রীত বুমরাকে বিশেষ উপহার শাহিন শাহ আফ্রিদির
আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হলে কী করতে হবে, শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের বুঝিয়ে দিলেন বিরাট