India Vs Pakistan: অপরাজিত শতরান, পার্টনারশিপে একাধিক রেকর্ড ভাঙলেন বিরাট-রাহুল
এশিয়া কাপ সুপার ফোর পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ও কে এল রাহুল। কয়েক মাস পর চোট সারিয়ে জাতীয় দলে ফিরেই অপরাজিত শতরান করলেন রাহুল। অপরাজিত শতরান করেন বিরাটও।
পাকিস্তানের বিরুদ্ধে পার্টনারশিপের নতুন রেকর্ড গড়ে ভারতীয় দলকে জেতালেন বিরাট কোহলি ও কে এল রাহুল
সোমবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরান করলেন বিরাট কোহলি ও কে এল রাহুল। এই ২ ব্যাটারের দাপটে সহজ জয় পেল ভারত।
পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে ভারতের হয়ে এবং এশিয়া কাপে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়লেন বিরাট কোহলি ও কে এল রাহুল
পাকিস্তানের বিরুদ্ধ তৃতীয় উইকেট জুটিতে ২৩৩ রান যোগ করেন বিরাট কোহলি ও কে এল রাহুল। এটাই এশিয়া কাপে যে কোনও দলের যে কোনও উইকেটে সর্বাধিক পার্টনারশিপ। ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে ভারতের হয়ে এটাই যে কোনও উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ।
পাকিস্তানের বিরুদ্ধে সচিন তেন্ডুলকর ও নভজ্যোত সিং সিধুর রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি-কে এল রাহুল
১৯৯৬ সালে শারজায় পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় উইকেটে ২৩১ রান যোগ করেছিলেন সচিন তেন্ডুলকর ও নভজ্যোত সিং সিধু। সোমবার সেই রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি ও কে এল রাহুল।
চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনেই অপরাজিত শতরান কে এল রাহুলের
পাকিস্তানের বিরুদ্ধে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ১০৬ বলে ১১১ রান করে অপরাজিত থাকেন কে এল রাহুল। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি।
এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সর্বাধিক পার্টনারশিপের বদলা নিলেন বিরাট কোহলি-কে এল রাহুল
২০১২ সালের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে ২২৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন মহম্মদ হাফিজ ও নাসির জামশেদ। সেটাই এতদিন এশিয়া কাপে যে কোনও দলের সর্বাধিক পার্টনারশিপ ছিল। সোমবার এই রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি ও কে এল রাহুল।
পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ১৩,০০০ রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি
ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ৮,০০০, ৯,০০০, ১০,০০০, ১১,০০০ ও ১২,০০০ রানের রেকর্ড আগেই গড়েছিলেন। এবার দ্রুততম ১৩,০০০ রানের রেকর্ডও গড়লেন বিরাট কোহলি। তিনি ২৬৭ ইনিংস খেলে ১৩,০০০ রান করলেন।
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টানা ৪ ওডিআই ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কোনও একটি মাঠে টানা ৪ ওডিআই ম্যাচে শতরানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেেব সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে এই রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাশিম আমলা। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টানা ৪ ওডিআই ম্যাচে শতরান করলেন বিরাট।
ওডিআই ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের শতরানের রেকর্ড ভাঙার পথে বিরাট কোহলি
ওডিআই ফর্ম্যাটে বিরাট কোহলির ৪৭টি শতরান হয়ে গেল। সচিন তেন্ডুলকরের শতরানের সংখ্যা ৪৯। ফলে আর ৩টি শতরান করলেই সচিনকে ছাপিয়ে যাবেন বিরাট।
ওডিআই ফর্ম্যাটে চতুর্থবার ভারতের প্রথম ৪ ব্যাটারই অর্ধশতরান বা শতরান করলেন
পাকিস্তানের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৫৬ রান করেন রোহিত শর্মা। ৫৮ রান করেন শুবমান গিল। বিরাট কোহলি ১২২ রানে অপরাজিত থাকেন। ১১১ রান করে অপরাজিত থাকেন কে এল রাহুল। এই নিয়ে চতুর্থবার ওডিআই ফর্ম্যাটে ভারতের প্রথম ৪ জন ব্যাটারই ৫০-এর বেশি রান করলেন।
পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানে জয় পেল ভারতীয় দল
পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানে জয়ই ওডিআই ফর্ম্যাটে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে ভারতের সর্বাধিক রানে জয় এসেছিল ২০০৮ সালে বাংলাদেশের মীরপুরে। সেই ম্যাচে ১৪০ রানে জিতেছিল ভারত।