এশিয়া কাপ ২০২৫: 'ম্যাচ হেরে এত নাটক কেন?' পাকিস্তানকে ব্যঙ্গ অশ্বিনের

Published : Sep 21, 2025, 04:02 PM IST
Ravichandran Ashwin

সংক্ষিপ্ত

Asia Cup 2025: এবারের এশিয়া কাপে গ্রুপ এ-র ম্যাচে ভারতের কাছে হারের পর থেকেই নাটক করে যাচ্ছে পাকিস্তান (India vs Pakistan)। এ নিয়ে প্রচণ্ড বিরক্ত ভারতীয় দলের প্রাক্তন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

DID YOU KNOW ?
এশিয়া কাপে এগিয়ে ভারত
এশিয়া কাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারতীয় দল।

India vs Pakistan: চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে (Andy Pycroft) যেভাবে আক্রমণ করে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board), তাতে প্রচণ্ড বিরক্ত ভারতীয় দলের প্রাক্তন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তিনি নিজের ইউটিউব চ্যানেল 'অ্যাশ কি বাত'-এ ম্যাচ রেফারির পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘অ্যান্ডি পাইক্রফট সবাইকে খারাপ দৃশ্য দেখা থেকে রক্ষা করেছেন। ভারত আগেই ম্যাচ রেফারিকে জানিয়ে দিয়েছিল, পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করবে না। এটা আমাদের সিদ্ধান্ত, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলব। এত কিছুর পর তোমরা (পাকিস্তান) ম্যাচ হেরে গেলে। তাহলে তোমরা কী নিয়ে অভিযোগ করছো?’ রবিবার ফের ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে পাকিস্তানকে কটাক্ষ করেছেন অশ্বিন।

করমর্দন-বিতর্ককে গুরুত্ব দিচ্ছেন না অশ্বিন

করমর্দন-বিতর্ক প্রসঙ্গে অশ্বিন বলেছেন, ‘পাইক্রফট স্কুলের শিক্ষক নন। তিনি একজন অধ্যক্ষ নন। তিনি গিয়ে সূর্যকে (Suryakumar Yadav) বলতে পারেন না, যাও, করমর্দন করো। সেটা তাঁর কাজ না। এখানে পাইক্রফটের দোষ কোথায়?’

রবিবারের ম্যাচেও থাকছেন পাইক্রফট

ভারতের বিরুদ্ধে ম্যাচের পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করে, পাইক্রফটকে সরিয়ে দিতে হবে। কিন্তু সেই দাবি মানতে চায়নি আইসিসি (ICC)। এরপর সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে বলে হুঁশিয়ারি দেয় পিসিবি। কিন্তু তারপর মোটা অঙ্কের জরিমানার ভয়ে পাইক্রফটের উপস্থিতিতেই ম্যাচ খেলতে নেমে পড়ে পাকিস্তান দল। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে ফের দায়িত্বে থাকছেন পাইক্রফট। আইসিসি বুঝিয়ে দিয়েছে, পিসিবি-র হুঁশিয়ারির কোনও গুরুত্ব নেই। পিসিবি দাবি করেছিল, পাকিস্তানের ক্রিকেটারদের কাছে ক্ষমা চেয়েছেন পাইক্রফট। কিন্তু পরে জানা গিয়েছে, সেই দাবি মিথ্যা। এ প্রসঙ্গে অশ্বিন বলেছেন, ‘আমি যদি অ্যান্ডি পাইক্রফট হতাম, তাহলে তোমরা আমার কাছে ক্ষমা চাইতে। আমি কেন তোমাদের কাছে ক্ষমা চাইব? আমি দুঃখিত যে সূর্যকুমার যাদব তোমাদের সঙ্গে করমর্দন করেনি? সত্যি?’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রবিবার চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ
চলতি এশিয়া কাপে গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। এবার সুপার ফোরের লড়াই।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?