এশিয়া কাপ ২০২৫: ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী সইফ হাসান

Published : Sep 21, 2025, 01:42 PM ISTUpdated : Sep 21, 2025, 01:57 PM IST
Bangladesh skipper Litton Das Asia Cup 2025

সংক্ষিপ্ত

Asia Cup 2025: এবারের এশিয়া কাপে বাংলাদেশ (Bangladesh) সুপার ফোর পর্যায়ে পৌঁছতে পারবে কি না, সে বিষয়ে সংশয় ছিল। তবে সুপার ফোরে পৌঁছে গিয়ে প্রথম ম্যাচে জয়ও পেয়েছে বাংলাদেশ।

DID YOU KNOW ?
এশিয়া কাপ ফাইনাল
২০১৮ সালে এশিয়া কাপ ফাইনালে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। তবে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল।

Sri Lanka vs Bangladesh: এবারের এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। সুপার ফোর পর্যায়ের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পাওয়ার পর এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের ওপেনার সইফ হাসান (Saif Hassan)। তিনি শনিবার রাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৫ বলে ৬১ রান করেন। এই ইনিংসের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সইফ। এই ম্যাচের পর তিনি বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা ফাইনালে পৌঁছে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। আমরা এখানে আসার আগে সবারই বিশ্বাস ছিল, আমরা ফাইনালে খেলব। আমরা একধাপ এগিয়ে গিয়েছি। এখনও আমাদের আরও দুই ম্যাচ আছে। আমরা এখন শুধু পরবর্তী ম্যাচ নিয়েই ভাবছি। সবারই স্বপ্ন দেখা উচিত। বড় স্বপ্ন দেখা উচিত। তবে আমাদের ধাপে ধাপে এগিয়ে যাওয়া উচিত। আমরা ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ নিয়ে ভাবছি। তারপরের ম্যাচ নিয়ে পরে ভাবব।’

এশিয়া কাপ ফাইনাল খেলেছে বাংলাদেশ

২০১৮ সালে এশিয়া কাপ ফাইনালে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। তবে সেবার তারা ভারতের কাছে হেরে যায়। এবার এশিয়া কাপ ফাইনালে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ভারতীয় দল। শ্রীলঙ্কার মতোই ভারতীয় দলও গ্রুপে তিন ম্যাচেই জয় পেয়েছে। রবিবার সুপার ফোরে পাকিস্তানের (Pakistan) মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) জয় পেলে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। ফলে বাংলাদেশের লড়াই সহজ হবে না।

লিটন দাসের নেতৃত্বে ভালো পারফরম্যান্স বাংলাদেশের

লিটন দাস (Litton Das) অধিনায়ক হিসেবে প্রথমবার এশিয়া কাপে খেলছেন। তাঁর নেতৃত্বে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও, হংকং (Hong Kong) ও আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে জয় পাওয়ার সুবাদে সুপার ফোরের যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এবার আরও বড় স্বপ্ন দেখছেন লিটনরা। তবে এশিয়া কাপ ফাইনালে পৌঁছনো সহজ হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় বাংলাদেশের
শনিবার রাতে এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?