
Asia Cup 2025: এশিয়া কাপের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, এমনটাই জানা যাচ্ছে। ফাইনাল ম্যাচের জন্য মহসিন নকভি গতকাল দুবাইতে পৌঁছেও গেছেন বলে সূত্রের খবর (Asia Cup 2025 final live watch)।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নকভিই যে ট্রফি দেবেন, তা প্রায় নিশ্চিত। তবে টেকনিক্যালি ভারত যেহেতু এই টুর্নামেন্টের আয়োজক, তাই ট্রফি কে দেবে, সেই বিষয়ে তারা কোনও অবস্থান নিতে পারবে কিনা, এখনও সেই বিষয়টি স্পষ্ট নয়n (India vs Pakistan Asia Cup Final)।
পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করা ভারতীয় দল যে এশিয়া কাপ জিতলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নেবে না, সেটা আগেই পরিষ্কার করে দিয়েছে। এখন কথা হচ্ছে, তাহলে কী হবে?
শুধু তাই নয়, ফাইনালের আগে পাক অধিনায়কের সঙ্গে ট্রফি ফটোশুটেও ভারত রাজি হয়নি বলে খবর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করা নকভির হাত থেকে ট্রফি নিতে হবে, যা ভারতের জন্য এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে, বিষয়টি এড়িয়ে যেতে পারেন সূর্যরা।
ট্রফি নিলেও, নকভির সঙ্গে হাত মেলাতে বা একসঙ্গে ছবি তুলতে ভারতীয় দল রাজি হবে কিনা, সেটাও দেখার বিষয়। অন্যদিকে, মহসিন নকভির হাত থেকে ভারত ট্রফি নেবে না বলে আগে খবর ছড়ালেও, পরে এই বিষয়ে কোনও নিশ্চিত খবর কিন্তু আসেনি।
চলতি টুর্নামেন্টে একটিও ম্যাচ না হেরে, সূর্যকুমার যাদবরা ফাইনাল খেলতে নামছেন। পাকিস্তান দুটি ম্যাচে হেরেছে এবং দুটিই ভারতের কাছে। গ্রুপ পর্বে ৭ উইকেটে এবং সুপার ফোরের লড়াইতে ৬ উইকেটে পরাজিত হয়েছে পাক দল।
গ্রুপ পর্বের ম্যাচে, ভারতীয় ক্রিকেটাররা ‘নো হ্যান্ডশেক' পলিসি নেন। এরপরেই ম্যাচ রেফারি বদলের দাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছিল। পরে অবশ্যও তাদের ফাঁকা আওয়াজ কোনও কাজেই আসেনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।