
Asia Cup 2025: এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। গত ৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম পাকিস্তান। গ্রুপ পর্ব এবং সুপার ফোরের লড়াইতে, টিম ইন্ডিয়ার কাছে পরাজিত হয়েছে পাক ক্রিকেট দল।
আর সেই ম্যাচে নামার আগে পাকিস্তান অধিনায়ক সলমান আঘা বলেছেন, দলের পুরো শক্তি ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালের জন্য বাঁচিয়ে রাখা হয়েছে। গত দুটি ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও, তিনি বিশ্বাস করেন, পরিস্থিতি যে কোনও সময়ে বদলে যেতে পারে। ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। রবিবার, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত আটটায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক জানান, ''পাকিস্তান এবং ভারত যখন একে অপরের বিরুদ্ধে খেলে, তখন সবসময়ই প্রচণ্ড চাপ থাকে। তাই চাপ নেই বললে ভুল হবে। দুই দলের ওপরই সমান চাপ থাকবে। আমরা ওদের চেয়ে বেশি ভুল করেছি। তাই আমরা ম্যাচ জিততে পারিনি। ওদের চেয়ে কম ভুল করলে আমরা জিতব। যে দল কম ভুল করবে, তারাই জিতবে ফাইনালে।''
তাঁর মতে, "রবিবার, আপনারা আমাদের জিততে দেখবেন। আমাদের লক্ষ্য হল, সেরা ক্রিকেট উপহার দেওয়া। যদি আমরা ৪০ ওভারে, আমাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারি, তাহলে যেকোনও দলকেই হারাতে পারব।''
অন্যদিকে, ভারত মাঠে নামবে প্রবল আত্মবিশ্বাসকে সঙ্গে করেই। টানা ৬টি ম্যাচেই জিতেছে তার। সুপার ফোরের শেষ ম্যাচে, শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়ে দিয়েছেন সূর্যরা। এটিই ছিল ভারতের সবচেয়ে কঠিন ম্যাচ। এমনিতে গ্রুপ পর্ব এবং সুপার ফোর মিলিয়ে দুটি পর্বেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। অন্যদিকে, পুরো চাপটাই এখন যেন পাকিস্তানের উপর। ভারতের কাছে দুটি হারের প্রতিশোধ ফাইনালে নিতে চাইবে তারা।
এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।