Asia Cup 2025: "স্পিন খেলতে অক্ষম পাক ব্যাটাররা" চরম কথা বললেন ওয়াসিম আক্রম

Published : Sep 22, 2025, 11:42 PM ISTUpdated : Sep 23, 2025, 12:00 AM IST
Wasim Akram

সংক্ষিপ্ত

Asia Cup 2025: চলতি এশিয়া কাপে, গ্রুপ পড়বে এবং তারপর সুপার ফোরের লড়াইতে ভারতের কাছে পরাজিত পাকিস্তান। তারপরেই চরম কথা বলে দিলেন সেই দেশের প্রাক্তন তারকা ওয়াসিম আক্রম।

Asia Cup 2025: টানা দুবার একই টুর্নামেন্টে পরাজয়। চলতি এশিয়া কাপে, গ্রুপ পড়বে এবং তারপর সুপার ফোরের লড়াইতে ভারতের কাছে পরাজিত পাকিস্তান। তারপরেই চরম কথা বলে দিলেন সেই দেশের প্রাক্তন তারকা ওয়াসিম আক্রম। 

কী বলছেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম?

তাঁর কথায়, “ এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিৎ, চুক্তি করার আগে কে প্রথম শ্রেণির ক্রিকেটে কত বল খেলেছে, তা একবার দেখে নেওয়া। এই দলের ব্যাটাররা তো স্পিন বল খেলতেই পারেনা ভালো করে। কুলদীপের বিরুদ্ধে ঠিক কীভাবে ব্যাট করতে হবে, সেটা জানেই না। নাহলে কেউ ১৮-১৯ নম্বর ওভারে ডট বল খেলটে থাকে? আজব বিষয়। এটা তো রীতিমতো অপরাধ করেছে ওরা! প্রথম ১০ ওভারে, একটা দলের স্কোর ছিল ১ উইকেট হারিয়ে ৯১ রান। আর পরের ১০ ওভারে নাকি মাত্র ৮০ রান করেছে। রানের গতিই ধরে রাখতে পারেনি।"

হতাশ প্রাক্তন পাক তারকা

পাক কিংবদন্তি বলছেন, “দুবাইয়ের পিচে ১৭০-১৮০ রান খুব একটা খারাপ নয়। তবে পাকিস্তানের উচিত ছিল সেই রানটাকে ডিফেন্ড করা। কিন্তু দলের ক্রিকেটাররা তো বুঝতেই পারছিল না যে, কখন কী করতে হবে। বরং, ভারতীয় ব্যাটিংয়ের প্রশংসা করতে হয়। দারুণভাবে সবটা কন্ট্রোল করল ওরা। অভিষেক দারুণ ব্যাটিং করছে। সবকটা শট ভালো খেলেছে ও।"

নিজের দেশের ক্রিকেটারদের নিয়ে ওয়াসিম আক্রম কতটা হতাশ, সেটা তাঁর কথা শুনেই বোঝা যায়। আর তিনি যে খুব একটা ভুল কিছু বলেননি, তা ভারত অধিনায়কের কথাতেও স্পষ্ট হয়েছে। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে সূর্যকুমার যাদব বলেন, "আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয, এবার আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে প্রশ্ন বন্ধ করে দেওয়া উচিৎ। আমার মতে, ১৫-২০টা ম্যাচ খেলে যদি স্কোরলাইন ৭-৭ অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভালো ক্রিকেট বলা যায়। আমি যদিও সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০ বা ১০-১ হয়, তাহলে আর সেটা কোনও লড়াই থাকে না। তবে তো এটা কোনও প্রতিদ্বন্দ্বিতাই নয়।’’ 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম