Asia Cup 2025: "কোনওরকম রাজনৈতিক মন্তব্য করা যাবে না", সূর্যকে সতর্ক করল আইসিসি

Published : Sep 26, 2025, 04:54 PM ISTUpdated : Sep 26, 2025, 05:03 PM IST
Asia Cup 2025: "কোনওরকম রাজনৈতিক মন্তব্য করা যাবে না", সূর্যকে সতর্ক করল আইসিসি

সংক্ষিপ্ত

Asia Cup 2025: এখনও পর্যন্ত, সরকারিভাবে কিছু জানায়নি আইসিসি। তবে শুক্রবার, এই ঘটনার রায় জানানোর কথা। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে অদূর ভবিষ্যতে রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে আইসিসি।

Asia Cup 2025: ভারতীয় অধিনায়ককে সূর্যকুমার যাদবকে এবার সতর্ক করল আইসিসি (india national cricket team vs pakistan national cricket team players)। সুপার ফোরের লড়াইতে ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একটি মন্তব্য করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (asia cup table 2025)। 

উল্লেখ্য, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার, ভারত অধিনায়ককে সতর্ক করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে আইসিসি

তবে এখনও পর্যন্ত, সরকারিভাবে কিছু জানায়নি আইসিসি। তবে শুক্রবার, এই ঘটনার রায় জানানোর কথা। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে অদূর ভবিষ্যতে রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে আইসিসি। 

শুক্রবার, ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের আগেই সূর্যকুমার যাদবকে নিয়ে রায় জানাতে পারে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শোনা যাচ্ছে, তাঁর ম্যাচ ফি-র ১৫% জরিমানা করা হতে পারে। সেইসঙ্গে, একটি ডি-মেরিট পয়েন্টও পেতে পারেন সূর্য।

পুরো বিষয়টি রয়েছে রিচার্ডসনের হাতে

জানা গেছে, আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন সূর্যকুমার যাদব। সেখানে তিনি জানিয়েছেন, তিনি কোনও অপরাধ করেননি। তবে এই মুহূর্তে পুরো বিষয়টি রয়েছে রিচার্ডসনের হাতে। 

সূর্যকুমারের পর, এবার পাকিস্তানের পেসার হ্যারিস রাউফ এবং ব্যাটার সাহিবজ়াদা ফারহানও রিচার্ডসনের সামনে হাজিরা দেবেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আবার অভিযোগ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?