
India vs Pakistan: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে (World Championship of Legends 2025) পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ লিগের পর সেমি-ফাইনালও বয়কট করেছে ভারতীয় দল। কিন্তু এশিয়া কাপে (Asia Cup 2025) সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে বিসিসিআই (BCCI)। দেশজুড়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা চললেও, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার সিদ্ধান্ত থেকে সরে আসছে না বিসিসিআই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) পক্ষ থেকে শনিবার এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে। কোন স্টেডিয়ামে ম্যাচ হবে, সে কথাও ঘোষণা করা হয়েছে। এই সূচি ঘোষণা হতেই ফের ভারত-পাক ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অল্পদিনের ব্যবধানে দুই প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে ভিন্ন অবস্থান কেন, সেই প্রশ্ন উঠছে। অনেকেই বিসিসিআই-এর তীব্র সমালোচনা করছেন।
৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে (Dubai) ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) হওয়ার কথা। এবারের এশিয়া কাপ হচ্ছে টি-২০ ফর্ম্যাটে। দুবাইয়ের পাশাপাশি আবু ধাবিতেও (Abu Dhabi) ম্যাচ হবে। এই টুর্নামেন্টে ফাইনাল-সহ মোট ১৯টি ম্যাচ হবে। এর মধ্যে আবু ধাবিতে হবে ১১টি ম্যাচ। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে।
গতবারের এশিয়া কাপে (Asia Cup 2023) ৬টি দল খেলেছিল। এবার দল সংখ্যা বেড়ে হয়েছে আট। গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates), ওমান (Oman)। গ্রুপ বি-তে আছে শ্রীলঙ্কা (Sri Lanka), বাংলাদেশ (Bangladesh), আফগানিস্তান (Afghanistan) ও হংকং (Hong Kong)। গ্রুপ পর্যায়ে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। তারপর সুপার ফোর পর্যায়ে চারটি দল পরস্পরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। সুপার ফোর পর্যায়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলবে। ফলে এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।