ভারতের দরকার ৯ উইকেট, ইংল্যান্ডের চাই ৩২৪ রান, ওভাল টেস্টের চতুর্থ দিন জমজমাট লড়াই

Published : Aug 03, 2025, 01:34 AM ISTUpdated : Aug 03, 2025, 01:37 AM IST
Joe Root and Prasidh Krishna

সংক্ষিপ্ত

England vs India: বৃষ্টিতে খেলায় বিঘ্ন না ঘটলে রবিবার চতুর্থ দিনেই ওভালে (Kennington Oval) ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ শেষ হয়ে যেতে পারে। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ভারতীয় দল।

DID YOU KNOW ?
সিরিজে সমতা ফিরবে?
ইংল্যান্ড সফরে অতীতেও ভালো পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। এবারও সিরিজ ড্র করে দেশে ফিরতে পারেন শুবমান গিলরা।

Kennington Oval Test Match: মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), আকাশ দীপ (Akash Deep), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) মিলে কি রবিবার ৯ উইকেট তুলে নিয়ে ভারতীয় দলকে জেতাতে পারবেন? বিশাল অঘটন না ঘটলে চতুর্থ দিনেই শেষ হয়ে যাবে ওভাল টেস্ট। ৩৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৫০। ৪৮ বলে ৩৪ রান করে অপরাজিত বেন ডাকেট (Ben Duckett)। ৩৬ বলে ১৪ রান করে আউট হয়ে গিয়েছেন জাক ক্রলি (Zak Crawley)। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের হয়ে একমাত্র উইকেট নিয়েছেন সিরাজ। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ১৩.৫ ওভার খেলা হয়েছে। ফলে বল এখনও নতুনই আছে। চতুর্থ দিন প্রথম সেশনে স্যুইং কাজে লাগিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামানোই সিরাজ-কৃষ্ণদের লক্ষ্য থাকবে।

যশস্বী জয়সোয়ালের শতরান

ভারতের দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করেন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। তিনি ১৬৪ বলে ১৪টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারির সাহায্যে ১১৮ রান করেন। অভাবনীয়ভাবে অসাধারণ ব্যাটিং করেন আকাশ দীপ। এই পেসার চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৯৪ বলে ৬৬ রান করেন। জাডেজা ৭৭ বলে ৫৩ রান করেন। ওয়াশিংটন ৪৬ বলে ৫৩ রান করেন। ৪৬ বলে ৩৪ রান করেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel)।

ভারতকে এগিয়ে রাখলেন সিরাজ

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ভালো ব্যাটিং করছিলেন ডাকেট ও ক্রলি। এই জুটি টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বাধিক নবমবার ৫০ রান যোগ করল। দিনের শেষপর্বে ক্রলিকে বোল্ড করে ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দিলেন সিরাজ। চতুর্থ দিন প্রথম সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরুতেই কয়েকটি উইকেট নিতে পারলে জয়ের দিকে এগিয়ে যাবে ভারতীয় দল। সেই লক্ষ্যেই মাঠে নামবেন ভারতের বোলাররা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিততে ভারতীয় দলের দরকার ৯ উইকেট
ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় জায়গায় পৌঁছে গিয়েছে। ৯ উইকেট নিলেই ম্যাচ জিতে যাবে ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?