Asia Cup 2025: চলতি এশিয়া কাপে, সুপার ফোরের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ। এই ম্যাচে জিতলেই ফাইনালে চলে যাবে টিম ইন্ডিয়া।
সেই ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বল করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাট করতে নামছে ভারত। ইতিমধ্যেই সুপার ফোরের লড়াইতে, পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। এবার সামনে বাংলাদেশ।
পাকিস্তানকে যেভাবে নাস্তানুবাদ করে ভারত হারিয়েছে, তারপর বাংলাদেশের বিরুদ্ধেও সেই একই গতি বজায় থাকবে বলে বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। বিশেষ করে, অভিষেক শর্মার কথা বলতেই হয়। মাত্র ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন তিনি।
তার মধ্যে ছিল ৬টি চার এবং ৫টি ছয়। স্ট্রাইক রেট দেখে নিশ্চয়ই ঢোক গিলবেন বিপক্ষ দলের যে কোনও বোলার। সেই ম্যাচে অভিষেকের স্ট্রাইক রেট ছিল ১৮৯.৭৪। তাই বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ভারতের কাছে ২২ গজের অস্ত্র মজুতই আছে।
তাছাড়া শুভমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া, ভারতের ব্যাটিং লাইন-আপের বড় ভরসা। ফলে, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও টিম ইন্ডিয়া আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে বলেই আশা করা যায়। তার মধ্যে আবার শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া বলটাও ভালো করতে পারেন। এছাড়া অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী তো আছেনই। সেইসঙ্গে, ডাগ আউটে অপেক্ষা করছেন আর্শদীপরা।
ভারতীয় দলঃ অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী
বাংলাদেশ দলঃ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, জাকের আলী (উইকেটকিপার-অধিনায়ক), মহম্মদ সইফুদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।