ভারত-অস্ট্রেলিয়া যুব ওডিআই: উন্মুক্ত চাঁদের রেকর্ড ভেঙে নতুন নজির বৈভব সূর্যবংশীর

Published : Sep 24, 2025, 06:03 PM ISTUpdated : Sep 24, 2025, 06:12 PM IST
Vaibhav Suryavanshi

সংক্ষিপ্ত

Vaibhav Suryavanshi: এবারের আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। এবার তিনি যুব জাতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।

DID YOU KNOW ?
প্রথমবার অস্ট্রেলিয়া সফর
১৪ বছর বয়সে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে বৈভব সূর্যবংশী।

Vaibhav Suryavanshi Record: ভারতের অনূর্ধ্ব-১৯ দলের (India U19) হয়ে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে (India Under 19 tour of Australia, 2025) গিয়েই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বুধবার ব্রিসবেনের (Brisbane) ইয়ান হিলি ওভালে (Ian Healy Oval) অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের (Australia U19 vs India U19) বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় যুব ওডিআই ম্যাচে (Youth ODI) ওপেন করতে নেমে ৬৮ বলে ৭০ রান করলেন বৈভব। তিনি পাঁচটি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি মারেন। এই ইনিংসের মাধ্যম উন্মুক্ত চাঁদের (Unmukt Chand) রেকর্ড ভেঙে দিয়েছেন বৈভব। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব ওডিআই-তে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড এতদিন ছিল উন্মুক্তের দখলে। বুধবার তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন বৈভব। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ম্যাচে প্রথমবার অর্ধশতরান করলেন।

সিরিজ জয় বৈভবদের

অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে যুব ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে জয় পায় ভারতের অনূর্ধ্ব-১৯ দল। বুধবার দ্বিতীয় যুব ওডিআই ম্যাচে বৈভবরা ৫১ রানে জয় পেলেন। ফলে তাঁরা এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলেন। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের অনূর্ধ্ব-১৯ দল ৪৯.৪ ওভারে ৩০০ রান করে অলআউট হয়ে যায়। জবাবে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল ৪৭.২ ওভারে ২৪৯ রানে অলআউট হয়ে যায়।

অভিজ্ঞান কুণ্ডুরও অসাধারণ ব্যাটিং

বুধবার বৈভবের পাশাপাশি অসাধারণ ব্যাটিং করলেন বাঙালি উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু (Abhigyan Kundu)। তিনি ৬৪ বলে ৭১ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। বিহান মালহোত্রা (Vihaan Malhotra) ৭৪ বলে ৭০ রান করেন। তিনি সাতটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। বেদান্ত ত্রিবেদী (Vedant Trivedi) ৩৩ বলে ২৬ রান করেন। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শতরান করেন জেডেন ড্র্যাপার (Jayden Draper)। তিনি ৭২ বলে ১০৭ রান করেন। আরিয়ান শর্মা (Aryan Sharma) ৪৪ বলে ৩৮ রান করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
১৪ বছর বয়সেই অসাধারণ ব্যাটিং বৈভব সূর্যবংশীর।
আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখানোর পর এবার অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়েও অসাধারণ পারফরম্যান্স বৈভব সূর্যবংশীর।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম