এশিয়া কাপ ২০২৫: তৃতীয় আম্পায়ার এ কী আউট দিলেন! ফকর জামানের উইকেট নিয়ে বিতর্ক

Published : Sep 21, 2025, 10:48 PM ISTUpdated : Sep 21, 2025, 11:01 PM IST
Fakhar Zaman

সংক্ষিপ্ত

India vs Pakistan: রবিবার এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্ক তৈরি হল। গত ম্যাচে বিতর্কের কেন্দ্রে ছিলেন ম্যাচ রেফারি। এবার বিতর্কে তৃতীয় আম্পায়ার।

DID YOU KNOW ?
আম্পায়ারিং বিতর্ক
রবিবার এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তানের ম্যাচে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক।

Fakhar Zaman Catch Controversy: রবিবার এশিয়া কাপে (Asia Cup 2025) সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচে (India vs Pakistan) হেরে গেলে তৃতীয় আম্পায়ার রুচিরা পল্লিয়াগুরুগেকে (Ruchira Palliyaguruge) দায়ী করতে পারে পাকিস্তান শিবির। কারণ, তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বলে উইকেটকিপার সঞ্জু স্যামসনের (Sanju Samson) হাতে ধরা পড়েন পাকিস্তানের ব্যাটার ফকর জামান (Fakhar Zaman)। ওপেনিংয়ে সুযোগ পেয়ে সাহিবজাদা ফারহানের (Sahibzada Farhan) সঙ্গে ইনিংসের শুরুটা ভালোভাবেই করেন ফকর। তিনি ৯ বলে ১৫ রান করেন। ২১ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। এই উইকেট নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মাঠ ছাড়তে হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন ফকর। তিনি পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের (Mike Hesson) কাছে গিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

ঠিক কী হয়েছিল?

পাকিস্তানের ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে হার্দিকের স্লোয়ার অফ-কাটারে খোঁচা দেন ফকর। বল সঞ্জুর কাছে যায়। তিনি ক্যাচ নেন। কিন্তু টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, সঞ্জু ক্যাচ নেওয়ার আগে বল মাঠে পড়ে যায়। মাঠের দুই আম্পায়ার গাজি সোহেল (Gazi Sohel) ও আহমেদ শাহ পাকতিন সিদ্ধান্ত নিতে না পেরে তৃতীয় আম্পায়ার পল্লিয়াগুরুগের দ্বারস্থ হন। তৃতীয় আম্পায়ার বারবার রিপ্লে দেখেও জানিয়ে দেন, ফকর আউট। এই সিদ্ধান্তে সবাই অবাক হয়ে যান। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ দর্শক, সবাই এই সিদ্ধান্তের সমালোচনা করছেন।

 

 

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা

ফকরকে এভাবে আউট ঘোষণা করা নিয়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস (Waqar Younis)। তিনি ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, ‘বড় উইকেট, বিশাল উইকেট। কারণ, ওর ব্যাটিং দেখে সত্যিই ভালো লাগছিল। এই কারণেই ডাগআউট এত রেগে গিয়েছে বলে মনে হচ্ছে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে সবাই অখুশি। তৃতীয় আম্পায়ার বেশ কয়েকবার রিপ্লে দেখে তবেই সিদ্ধান্ত নিয়েছেন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
ভারতের বিরুদ্ধে ১৫ রান করে আউট ফকর জামান।
ভারতের বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে ৯ বলে ১৫ রান করে আউট ফকর জামান।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা