Asia Cup 2025: প্রথমে ব্যাট করে ১৭১ রান তুলল পাকিস্তান, ২২ গজে এবার ঝড় তুলবেন সূর্যরা?

Published : Sep 21, 2025, 09:59 PM ISTUpdated : Sep 21, 2025, 10:08 PM IST
Asia Cup 2025

সংক্ষিপ্ত

Asia Cup 2025: প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে পাকিস্তান। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

Asia Cup 2025: এশিয়া কাপে সুপার ফোরের লড়াইতে (asia cup live score) রবিবার, অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত বনাম পাকিস্তান (india vs pakistan live)।

 

 

প্রথমে ব্যাট করে কত রান তুলল পাকিস্তান?

যে ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে পাকিস্তান। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আর ব্যাট করতে নেমে, শুরুটা খারাপ করেনি পাক ক্রিকেট দল। ওপেনার সাহেবজাদা ফারহান করেন ৪৫ বলে ৫৮ রান এবং আরেক ওপেনার ফখর জামানের সংগ্রহে ১৫ রান। এছাড়া সাইম আইয়ুবের ঝুলিতে ২১ রান, হুসেইন তালাত করেন ১০ রান এবং মহম্মদ নওয়াজের সংগ্রহে ২১ রান। অধিনায়ক সলমান আঘা করেন মাত্র ১৭ রান এবং ফাহিম আশরাফের সংগ্রহে ৮ বলে ২০ রান। 

 

 

কার ঝুলিতে কটি উইকেট? 

অপরদিকে, ভারতের হয়ে ২টি উইকেট নেনে শিবম দুবে এবং ১টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। তবে ৪৫ রান দিয়েও একটিও উইকেট পাননি ভারতের অন্যতম নির্ভরযোগ্য বোলার যশপ্রীত বুমরা। 

ভারতের জয়ের জন্য দরকার ১৭২ রান। এদিকে এদিনও টসের পর, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আঘার সঙ্গে কোনওরকম সৌজন্য বিনিময় করলেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।এমনকি, তিনি হাবেভাবে বুঝিয়ে দিলেন যে, বাকি ম্যাচগুলির মতোই এটা একটা ম্যাচ। আলাদা করে পাকিস্তানকে গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই। প্রসঙ্গত, গ্রুপ পর্বের ম্যাচেও টসের পর পাক অধিনায়কের সঙ্গে করমর্দন এড়িয়ে যান সূর্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে