Asia Cup 2025: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে চোট নিয়ে উদ্বেগ ভারতীয় শিবিরে?

Published : Sep 27, 2025, 08:37 PM IST
Asia Cup 2025: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে চোট নিয়ে উদ্বেগ ভারতীয় শিবিরে?

সংক্ষিপ্ত

Asia Cup 2025: টিম ইন্ডিয়ার দুই গুরুত্বপূর্ণ সদস্য অভিষেক শর্মা এবং হার্দিক পান্ডিয়ার ফাইনালে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আসলে শুক্রবার, ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের পর ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মর্নি মর্কেল এই কথা জানিয়েছেন।

Asia Cup 2025: এশিয়া কাপ ফাইনালে নামার আগে, হটাৎই ভারতীয় শিবিরে চোট নিয়ে উদ্বেগ (Asia Cup 2025 final scenario)। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে নামার আগে, ভারতীয় শিবিরে চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে (asia cup points table 2025)। 

ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মর্নি মর্কেল কী জানিয়েছেন?

জানা যাচ্ছে, টিম ইন্ডিয়ার দুই গুরুত্বপূর্ণ সদস্য অভিষেক শর্মা এবং হার্দিক পান্ডিয়ার ফাইনালে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আসলে শুক্রবার, ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের পর ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মর্নি মর্কেল এই কথা জানিয়েছেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদম প্রথম ওভারে বল করেন হার্দিক। কিন্তু পরে তাঁকে আর মাঠে দেখা যায়নি। এরপর শ্রীলঙ্কার ইনিংস যখন চলছে, তখন ৯.২ ওভারের পর মাঠ ছাড়েন অভিষেক শর্মাও। পরে তিনিও আর ফিল্ডিং করতে আসেননি। 

আর তারপর থেকেই এই দুই ক্রিকেটারকে নিয়ে জল্পনা শুরু হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বিশেষ করে, শুক্রবারের ম্যাচের পর থেকেই উদ্বেগ বাড়তে শুরু করে। এদিন ম্যাচের পর, টিম ইন্ডিয়ার বোলিং কোঁচ মর্কেল বলেন, "খেলার সময় পেশিতে টান ধরে হার্দিক এবং অভিষেকের। শুক্রবার রাতে এবং শনিবার সকালে, হার্দিকের পরিস্থিতি ভালো করে খতিয়ে দেখা হবে। তারপর আমরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে অভিষেক ঠিক আছে। আসলে দুজনেরই পেশিতে টান ধরেছিল। বিষয়টা তেমন গুরুতর কিছু নয়।’’

আরেকটু মেপে পা ফেলতে চাইছে ভারতীয় শিবির

 

 

তাই মনে করা হচ্ছে যে, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলতে তাদের খুব একটা অসুবিধা হবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, আরেকটু মেপে পা ফেলতে চাইছে ভারতীয় শিবির।

অন্যদিকে মর্কেলের কথায়, “ক্রিকেটারদের বিশ্রাম দেওয়াটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তাই শ্রীলঙ্কা ম্যাচ শেষ হওয়ার পরেই, ওদের শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা শুরু করা হয়েছে। ইতিমধ্যেই আইস বাথ দেওয়া হয়েছে ক্রিকেটারদের। তবে এই মুহূর্তে ওদের অনেকটা ঘুম প্রয়োজন। এটাই ক্লান্তি দূর করার সবথেকে ভালো উপায়। রবিবার, আমাদের কাছে বড় ম্যাচ। তার আগে ক্রিকেটারদেরকে নিয়ে একটা বিশেষ ম্যাসাজ সেশন হবে। যাতে ক্রিকেটাররা মানসিকভাবে তরতাজা হয়ে মাঠে নামতে পারে, সেইজন্য সবরকম চেষ্টা চালানো হবে।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?